spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeদক্ষিণবঙ্গBarasat: ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড! বারাসত স্টেশন...

Barasat: ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড! বারাসত স্টেশন চত্বরে শোরগোল

বারাসত স্টেশন চত্বর থেকে মিলল প্রচুর ভোটার ও আধার কার্ড। কী ভাবে সেখানে ওই কার্ডগুলি? কার্ডগুলি কি বৈধ?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে SIR-এর কাজের প্রথম পর্যায় এখনও সম্পন্ন হয়নি। জেলায় জেলায় এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ়েশনের কাজ চলছে। এর মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত স্টেশন চত্বর থেকে মিলল প্রচুর ভোটার ও আধার কার্ড।

আরও পড়ুনঃ ৪১ হাজার ফর্ম এখনও পর্যন্ত অসংগৃহীত, মমতার বিধানসভা ভবানীপুরে; আজ তথ্য দিল কমিশন

কী ভাবে সেখানে ওই কার্ডগুলি? কার্ডগুলি কি বৈধ? শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা প্রথমে লক্ষ্য করেন ভ্যাটের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকী কয়েকটি এটিএম কার্ডও। এর পরেই খবর দেওয়া হয় জিআরপি-কে। খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড ও পরিচয়পত্রগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঠিক কী ভাবে গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগত নথিপত্র রেললাইন সংলগ্ন ভ্যাটের ধারে এসে পড়ল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুনঃ এত মৃত ভোটার কমিশনের কল্পনারও বাইরে! বদলে যাবে উত্তর কলকাতার সমীকরণ!

জিআরপি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কার্ডগুলি কার কার এবং সেগুলি কীভাবে এখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এই পরিচয়পত্র আসল নাকি ভুঁয়ো সে বিষয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বারাসাত স্টেশন চত্বরে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এগুলোকে দেখে ভুয়ো কার্ড মনে হচ্ছে। নিশ্চয়ই কেই নিজের কার্ড এখানে ফেলে যাবে না। জিআরপি এসে এগুলি নিয়ে গিয়েছে। আমরা চাইছি সঠিক তদন্ত করে দেখা হোক।’

স্থানীয় বিজেপি নেতা প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘এখানে সরকার থেকেই প্রচুর বাংলাদেশিদের এই ধরনের ভুয়ো কার্ড করে দেওয়া হয়েছে। সেরকমই কিছু জাল কার্ড এখানে পড়ে থাকতে পারে। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করছি।’

এই মুহূর্তে

আরও পড়ুন