spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeউত্তরবঙ্গBhaichung Bhutia: ‘ভিআইপিদের ভিড়েই ঢেকে গেলেন মেসি’, ক্ষোভ উগরে দিলেন বাইচুং ভুটিয়া

Bhaichung Bhutia: ‘ভিআইপিদের ভিড়েই ঢেকে গেলেন মেসি’, ক্ষোভ উগরে দিলেন বাইচুং ভুটিয়া

অব্যবস্থাপনার কারণে আর্জেন্তিনীয় মহাতারকাকে দ্রুত অনুষ্ঠান শেষ করতে হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

শনিবার সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির ‘GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর ইভেন্ট শুরু হতেই চরম ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় ফুটবল ভক্তরা। কলকাতার এই সফরের  অংশ হিসেবে মেসি স্টেডিয়ামে উপস্থিত থাকলেও, অব্যবস্থাপনার কারণে আর্জেন্তিনীয় মহাতারকাকে দ্রুত অনুষ্ঠান শেষ করতে হয়।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত ছিল’, মেসি কাণ্ডে দিদির গ্রেফতারি চেয়ে বেলাগাম মামা

ইন্টার মিয়ামি তারকা মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পলকে ঘিরে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও, প্রচুর সংখ্যক ভিআইপি এবং পুলিশ আধিকারিক তাঁদের চারপাশ ঘিরে ছিলেন। ভক্তদের ক্ষোভের প্রধান কারণ ছিল এটাই। ভিআইপিদের ভিড়ের কারণে গ্যালারি থেকে মেসিকে কার্যত দেখাই যাচ্ছিল না।

কলকাতার এই বিশৃঙ্খলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া। তিনি এটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন এবং দেশের ‘ভিআইপি সংস্কৃতি’র কঠোর সমালোচনা করেছেন।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক। আয়োজকরা তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মাঝে মাঝে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিশেষ করে ভিআইপি সংস্কৃতির কারণে, আয়োজকদের পক্ষেও অনেক ভিআইপিকে থামানো খুব কঠিন হয়ে পড়ে, যাদের সেখানে থাকার কথা নয়, তারাও ঢুকে ভিড় করে ফেলে। আসল ভক্তরা মেসিকে দেখতেই পাননি।”

আরও পড়ুনঃ রাজ্যের প্রশাসন ব্যর্থ, যুবভারতীর ঘটনা আন্তর্জাতিক খবরে, তোপ দাগলেন শুভেন্দু

তিনি আরও বলেন, “তাই, আমার মনে হয় এই কারণেই ভক্তরা খুব হতাশ হয়েছেন। আশা করি, ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না… আমি শুনেছি ৮০,০০০ মানুষ মেসিকে দেখতে এসেছিলেন। যখন ভক্তরা এত বেশি দামের টিকিট কেটে এবং এত দূর থেকে এসে হতাশ হন, তখন এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় সরকার কিছু পদক্ষেপ নিয়েছে… আমার একমাত্র পরামর্শ হল, ভবিষ্যতে এটিকে সত্যিই ভালভাবে আয়োজন করতে হবে এবং একই সঙ্গে।”

মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার পর ভক্তরা মাঠে উপস্থিত রাজনীতিবিদ ও পুলিশদের লক্ষ্য করে বিদ্রূপ করতে শুরু করেন। এরপর তাঁরা চেয়ার ভাঙতে শুরু করেন এবং সেগুলি মাঠের দিকে ছুঁড়তে থাকেন। বোতল ছোঁড়ার পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক মাঠে ঢুকে পড়েন।

এই মুহূর্তে

আরও পড়ুন