৩০ ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক ও শীতল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যের কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, তবে সকালে উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুনঃ আরও তীব্র হচ্ছে শীতের কামড়; কুয়াশায় ঢাকছে দিল্লি থেকে কলকাতা সহ গোটা বাংলা
শীতের আমেজ আরও বাড়বে, বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কিছুটা নামবে। এই শুষ্ক আবহাওয়া নববর্ষের প্রাক্কালে বাইরে ঘোরাফেরা করতে চাওয়া মানুষদের জন্য স্বস্তির খবর, কিন্তু শীত থেকে বাঁচতে গরম কাপড়ের প্রস্তুতি রাখতে হবে।দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল দিনের তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। আলিপুর দফতরের তথ্য অনুযায়ী, কলকাতা ও আশপাশের জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। হাওয়া হালকা উত্তর-পশ্চিম দিক থেকে বইবে, গতি ৫-১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সকালে হালকা কুয়াশা পড়লেও দুপুরের দিকে রোদের দেখা মিলবে।
পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রাতের তাপমাত্রা ১২-১৪ ডিগ্রিতে নেমে যেতে পারে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তাই পিকনিক বা বাইরের অনুষ্ঠানের জন্য দিনটা অনুকূল। তবে ভোরে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে, কারণ কিছু জায়গায় দৃশ্যমানতা কমতে পারে।
আরও পড়ুনঃ বাংলাদেশের আমতলীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
উত্তরবঙ্গের ছবিটা একটু অন্যরকম। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের মতো পাহাড়ি এলাকায় দিনের তাপমাত্রা ১০-১৫ ডিগ্রির মধ্যে থাকবে, রাতে নেমে যেতে পারে ৪-৮ ডিগ্রিতে। সিকিমের গ্যাংটকেও একই রকম শীত। আকাশ পরিষ্কার থাকলেও সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো তরাই অঞ্চলে।
শিলিগুড়িতে দিনের তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রি, কিন্তু ভোরে কুয়াশার জন্য ঠান্ডা লাগবে বেশি। আইএমডি জানিয়েছে, উপ-হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে (যাকে সাব-হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলা হয়) কুয়াশা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে। পাহাড়ে পর্যটকরা রোদ উপভোগ করতে পারবেন, কিন্তু উঁচু জায়গায় হালকা তুষারপাতের সম্ভাবনা না থাকলেও ঠান্ডা হাওয়ায় গরম পোশাক অপরিহার্য।









