ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আনন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। বেন স্ট্রোকের পর যে সমস্ত শারীরিক সমস্যা দেখা যায় সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা তার উপর নজর রাখা হচ্ছে। তবে আপাতত কোনও অঙ্গ বিকল হয়ে যাওয়া, শরীরের একটা দিক পড়ে যাওয়ার মতো কোনও লক্ষ্মণ আপাতত দেখা যাচ্ছে না। তিনি কথাও বলতে পারছেন।
আরও পড়ুনঃ হাতে ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে পাকড়াও ইন্দোনেশিয়ান মহিলা
তবে প্রয়োজনে এক সপ্তাহ তাঁকে হাসপাতালে রেখে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন চিকিৎসকেরা। নিউরো মেডিসিনের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অগ্নিমিত্রা। এদিন ভোর রাতে তাঁকে হাসপাতালে আনেন পরিজনেরা। সেই সময়ই তাঁর বেন স্ট্রোক হয়ে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ পানিহাটিতে শোরগোল! সোনার গহনা লুট করল দোকানেরই মালিক
প্রসঙ্গত, একদিন আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। ২ ঘণ্টার মধ্যে পরপর সাসপেন্ড হয়ে গিয়েছিলেন ৫ বিজেপি বিধায়ককে। শঙ্কর ঘোষদের সঙ্গে সাসপেন্ড তালিকায় ছিলেন ছিলেন অগ্নিমিত্রা পালও। মার্শাল দিয়ে তাঁদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ধস্তাধস্তির সময় আহত হয়েছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনিও হাসপাতালে ভর্তি। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা যাচ্ছে। এদিন বিকালে বা শনিবার সকালের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।



