Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeহুগলীRachana Banerjee: ‘দিদি সব জায়গায় আছে’, দিলীপ-রিঙ্কুর বিয়ে নিয়ে বলতে গিয়ে হঠাৎ...

Rachana Banerjee: ‘দিদি সব জায়গায় আছে’, দিলীপ-রিঙ্কুর বিয়ে নিয়ে বলতে গিয়ে হঠাৎ মমতার কথা কেন

“ইকোপার্ক সবার জন্য। দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে, বসতে পারছে। খাওয়া দাওয়া করতে পারছে। আনন্দ করতে পারছেন,প্রেম পর্বের সূচনাও হচ্ছে। সব জায়গায় দিদি আছে।”

সাহেব দাস, হুগলী:

শুক্রবার রাত থেকেই শুভেচ্ছার বন্যা। এবার দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখেই এল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। নিজের সংসদীয় এলাকায় স্বাস্থ্য শিবির করছেন। যাঁদের হাত নেই তাঁদের হাত দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন। এদিন ধনিয়াখালিতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে গ্রামের মানুষের চক্ষু পরীক্ষা থেকে ছানি অপারেশন জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন।পাশাপাশি তাঁর সাংসদীয় এলাকার সাতটি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান। অর্থাৎ যাঁদের হাত নেই তাঁদের এই কৃত্রিম হাত দেওয়া হবে।

আরও পড়ুন: হোটেল বা যাতায়াতের টিকিট বুকিংয়েও অনলাইনে প্রতারণার ফাঁদ!

এদিন স্বাস্থ্য শিবির থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছাও জানান রচনা। বলেন, “আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন, ভাল থাকুন।” এরপরই ইকো পার্কের প্রসঙ্গ উঠতেই বলেন, “ইকোপার্ক সবার জন্য। দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে, বসতে পারছে। খাওয়া দাওয়া করতে পারছে। আনন্দ করতে পারছেন,প্রেম পর্বের সূচনাও হচ্ছে। সব জায়গায় দিদি আছে।”

আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অবৈধভাবে চলছে গ্যাস রিফিলিং

এদিকে দিলীপের সঙ্গে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের পরিচয় নিয়ে জল্পনার শেষ নেই। শুক্রবার সন্ধ্যাতেই চার হাত এক হয়েছে। তবে জল্পনা চলছে তার আগে থেকেই। এদিকে এদিনই আবার দিলীপ ঘোষের জন্মদিন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিনও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যেতে দেখা যায় তাঁকে। অনেক অনুগামীই আবার কেক, পায়েস নিয়ে এসেছেন। কিন্তু ‘রিঙ্কু বৌদি’ কোথায়? দিলীপ যদিও বলছেন, “উনি মর্নিং ওয়াক করেন না। বাড়িতেই আছেন। অনেকে গল্প দিচ্ছে মর্নিং ওয়াক করতে গিয়ে নাকি প্রেম হয়েছে, যারা বলছে তারা সারাজীবন মর্নিং ওয়াক করলেও, তাদের ভালবাসাও হবে না, বিয়েও হবে না।”

এই মুহূর্তে

আরও পড়ুন