Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গPrice Hike: অবিরাম বৃষ্টিতে অগ্নিমুল্য সবজি! সেঞ্চুরি লঙ্কা, শসায় হাত দিলেই ছ্যাঁকা;...

Price Hike: অবিরাম বৃষ্টিতে অগ্নিমুল্য সবজি! সেঞ্চুরি লঙ্কা, শসায় হাত দিলেই ছ্যাঁকা; নেই টাস্ক ফোর্স-এর দেখা

অনেকেই বলছেন টাস্ক ফোর্স তৎপর হলে হয়তো কিছুটা হলেও রেহাই পেতেন সাধারণ মানুষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গত প্রায় দেড় মাস ধরে উপর্যুপরি নিম্নচাপ। আর তার জেরেই যেন সবজি বাজারে লেগেছে আগুন। লাগামছাড়া দাম বেড়েছে কমবেশি সব সবজিরই। রবিবাসরীয় বাজারে গিয়ে রীতিমত হাতে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি। ফুলকপি এক পিস কয়েকদিন আগেও ৩০ টাকায় বিক্রি হচ্ছিল তা এখন সেটা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। পটল যেখানে ছিল ৪০-৫০ টাকায়। তা এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের বেগুন তো আবার এক্কেবারে সেঞ্চুরি করে ফেলেছে।

আরও পড়ুনঃ বিলুপ্তপ্রায় রান্না বাঙালি বাড়িতে! রবিবার রাঁধুন ঠাকুরবাড়ির মাংসের বিরিঞ্চি

সোজা কথায়, অধিকাংশ সবজিরই আগুনে দরে রীতিমতো কালঘাম ছুটছে সাধারণ মানুষের। কলকাতা থেকে বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, সর্বত্রই একই ছবি। অনেকেই বলছেন টাস্ক ফোর্স তৎপর হলে হয়তো কিছুটা হলেও রেহাই পেতেন সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি দরবৃদ্ধির পিছনে রয়েছে উপর্যুপরি নিম্নচাপের কারণে মাত্রাতিরিক্ত বৃষ্টির প্রভাব। বিগত কয়েক সপ্তাহে তুমুল বৃষ্টি চলেছে জেলায় জেলায়। লাগাতার বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবেছে বিঘার পর বিঘা জমি। তাতেই চড়চড়িয়ে চড়ছে সবজির দাম।

আরও পড়ুনঃ ঝুঁকল ভারত মার্কিন তেলের দিকেই; আপত্তি নেই দ্বিগুণ দাম দিতেও

উচ্ছে কয়েকদিন আগেও ৫০ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন বেড়ে ৮০ টাকায়। কাঁকরোলও ৫০ থেকে বেড়ে চলে গিয়েছে ৮০ টাকায়। ওলও পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছিল। তা এখন এক ৮০ টাকায়। শসারও একই দশা। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কলকাতার বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি কেজি। ঢ্যাঁরশও বিক্রি হচ্ছে ৮০ টাকার আশেপাশে। লাউ ৪০ টাকা। লঙ্কা তো আবার ১০০ থেকে ১২০ টাকার মধ্য়ে। একশো গ্রাম লঙ্কা কিনলে দিতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

এই মুহূর্তে

আরও পড়ুন