কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা বাংলায়। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, তার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। তার জেরেই এই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ট্রাম্পের শুল্কবোমা! রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’; ট্রাম্প-শুল্ক বেড়ে ৫০%
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্র, শনি এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি হবে উত্তরের পাঁচ জেলায়। এরপর আগামী সপ্তাহে সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলায়।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের ভয়ঙ্কর অবস্থা; চার দিন বন্ধ জাতীয় সড়ক, ফের পাহাড় কেটে শুরু নতুন রাস্তা তৈরি
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হওয়ারও সম্ভাবনা থাকছে। ধস নামার আশঙ্কাও থাকছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, সামান্য তাপমাত্রা বাড়বে, তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।