Tuesday, 14 October, 2025
14 October
Homeআবহাওয়াWeather: আজ নবমীতে বর্ষাসুর আপনার পাশে! সঙ্গে দশমী বা একাদশীতে জামা কাপড়...

Weather: আজ নবমীতে বর্ষাসুর আপনার পাশে! সঙ্গে দশমী বা একাদশীতে জামা কাপড় পরে আসছে দূর্যোগাসুর

অষ্টমীর বিকেলেই মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নবমী থেকে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ষষ্ঠী-সপ্তমী মোটামুটি শুকনো গেলেও রেহাই মেলেনি অষ্টমীতে। মঙ্গলবার দুপুর থেকেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। রাতেও টিপটিপ বৃষ্টি। কিন্তু এখানেই শেষ নয়—আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নবমী থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, দশমী-একাদশীতে তা রূপ নিতে পারে দুর্যোগে।

আরও পড়ুনঃ প্রথমবার ভোটের আগে দুর্গা শরণে মোদি! চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে করলেন আরতি

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, অষ্টমীর বিকেলেই মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নবমী থেকে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। ২ অক্টোবর দশমীর দিন তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অনুমান, ৩ অক্টোবর একাদশীর সকালে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

নবমীতে (১ অক্টোবর): কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

দশমীতে (২ অক্টোবর): দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

একাদশীতে (৩ অক্টোবর): কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুনঃ মহাষ্টমীতে মাতোয়ারা বাংলা; কলকাতা, শিলিগুড়ির পাশাপাশি জেলার মণ্ডপে মণ্ডপেও উপচে পড়ছে ভিড়

উত্তরবঙ্গের পরিস্থিতি

নবমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিছুটা বাড়বে।

দশমীতে দুর্যোগ বাড়বে দার্জিলিং-সহ পার্বত্য ৫ জেলায়।

একাদশী ও দ্বাদশীতে প্রবল বৃষ্টি, নিচের দিকের মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

শনিবারও দুর্যোগ বজায় থাকবে।

কলকাতার আকাশ

নবমী (বুধবার): বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

দশমী (বৃহস্পতিবার): ভারী বৃষ্টি।

একাদশী (শুক্রবার): ভারী বৃষ্টির সতর্কতা।

শনিবার: বৃষ্টি কমবে।

রবিবার (কার্নিভাল): বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি।
 

অগত্যা, বাইরে বেরোতে হলে সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট!

এই মুহূর্তে

আরও পড়ুন