Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeআবহাওয়াWeather Update: ঘুরবে হাওয়া! ছুটি ‘ভাসাতে’ কিছুক্ষণেই আসছে বৃষ্টি

Weather Update: ঘুরবে হাওয়া! ছুটি ‘ভাসাতে’ কিছুক্ষণেই আসছে বৃষ্টি

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া-সহ এই পাঁচ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা। পড়তে পারে বাজ। হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

তীব্র দাবদাহের পর দক্ষিণবঙ্গের আকাশে এখন পাক খাচ্ছে স্বস্তির মেঘ। গত রাত থেকে দফায় দফায় ভিজেছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। রবিবার সকালে শুরুটা খানিক রোদ লাগিয়ে হলেও, তাপমাত্রা একটু পড়েছে। কমেছে হাঁসফাঁসানি। এবার বাকি পড়ে থাকা দাবদাহকেও বিকালের মধ্যে ভিজিয়ে যাবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন: মর্টার শেল মিলল কোচবিহারে, হইচই কাণ্ড

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া-সহ এই পাঁচ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা। পড়তে পারে বাজ। হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। এছাড়াও, যে কোনও দুই জেলায় তৈরি হতে পারে কালবৈশাখী পরিস্থিতি।

তপ্ত রোদদুর পেরিয়ে এবার একটু স্বস্তির পালা। সেই সূত্র ধরেই আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দফতর। এমনকি, সোমবার বিকালের থেকেও আকাশ কালো করে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি, উত্তরবঙ্গেও সম্ভবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। যার জেরে আগামী তিন চারদিন অনেকটাই কমবে তাপমাত্রা। রেহাই পাবে সাধারণ মানুষ। দু-এক জায়গায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভবনা উড়িয়ে দিতে পারছে না আবহাওয়া দফতর।

আরও পড়ুন: জগন্নাথের মাহাত্ম্যই থিম! চন্দননগরের আলোয় সেজে উঠেছে সৈকতনগরী দিঘা

কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব?

সোমবার থেকে ভিজবে দক্ষিণবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দুই বর্ধমান। ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উপকূলবর্তী এলাকাতেই বেগ বাড়াবে হাওয়া। তাই মৎস্যজীবীদের আপাতত সেই পথ মারাতে বারণ করেছে আবহাওয়া দফতর।

এই মুহূর্তে

আরও পড়ুন