spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: গায়ক নচিকেতা চক্রবর্তী এবং তার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীকে নিজের ওয়ার্ড-এর সমাপ্তি...

Siliguri: গায়ক নচিকেতা চক্রবর্তী এবং তার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীকে নিজের ওয়ার্ড-এর সমাপ্তি অনুষ্ঠানে মেয়রের সম্বর্ধনা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

গতকাল নিজের ওয়ার্ড ৩৩ নম্বরে ওয়ার্ড উৎসব “উন্মিলন” এর সমাপ্তি অনুষ্ঠানে মেয়র সম্বর্ধনা দিলেন  বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী এবং তার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীকে। পিতা এবং কন্যার  গানের ছোঁয়ায় মুখরিত হয়ে গেল শিলিগুড়ি। বসে গান শুনলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার; মঙ্গলেই ঘনাচ্ছে অমঙ্গলের মেঘ? কাদের কপালে আছে চরম দুর্ভোগ?

একের পর এক গান করেন নচিকেতা মাতিয়ে উঠলেন  এবং মাতালেন শহর শিলিগুড়ির মানুষকে। কম গেলেন না তার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী ও। সন্ধ্যা মেতে উঠলো  অসাধারণ সংগীতের মূর্ছনা তে। মেয়র জানালেন  আমি নিজেও যথেষ্ট গর্বিত বলে মনে করছি, আমার অনুষ্ঠান ধন্য হয়ে গেল এই গানের সঙ্গীতে।

আরও পড়ুন: RG Kar Case: আমি খুশি নই, যাবজ্জীবন সাজা ওর জন্য নয়, ওর এর থেকেও বেশি সাজা পাওয়া উচিত ছিল

উপস্থিত দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন এই গান। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরসভার কাউন্সিলার এবং এম এমআইসি রাও। মেয়র জানালেন অনেকদিন ধরে ইচ্ছে ছিল নচিকেতার গান শোনার, নিজের জায়গায় বসে সেই উপভোগ আমার কাছে অসাধারণ অনুভূতি হয়ে থাকলো। আশা করি ওয়ার্ডের মানুষ উপভোগ করলেন, এইসঙ্গে  এই সংগীত।

এই মুহূর্তে

আরও পড়ুন