কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:
আজকে বস্তি ক্রীড়ার দিনে ফুটবল খেললেন মেয়র গৌতম দেব। তিনি আজ জানালেন আমাদের দরকার খেলোয়ারদের উৎসাহিত করা, বিশেষ করে যারা নিচের থেকে উঠে আসেন। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা এগিয়ে চলেন।
আরও পড়ুন: Shoe Malfunction: জুতো বিভ্রাট! জুতো মিলিয়ে দিল একে অপরকে
আমাদের উচিত তাদের উৎসাহিত করা। এই খেলা শিলিগুড়িতে যথেষ্ট পরিমাণের জনপ্রিয়। দর্শক ও আছেন প্রচুর। এমনিতেই শিলিগুড়ি খেলাধুলার শহর হিসেবে পরিচিত, ভালো ভালো খেলোয়াড় উঠে এসেছেন বাংলা এবং দেশের প্রতিনিধিত্ব করার জন্য। এখানে এই ধরনের খেলা যথেষ্ট উৎসাহ জাগায় সবার মধ্যে। আমি সব জায়গা থেকে মানুষকে আহবান করি মাঠে এসে একসাথে খেলা দেখুন। তাতে খেলোয়াররা উৎসাহিত হবে।
আরও পড়ুন: Indian Railways: কম টাকায় ভরপুর বিলাসিতা! খল বদলে যাচ্ছে ভারতীয় রেলের
ফুটবলে শট মেরে মেয়র এদিন সবাইকে অবাক করে দেন। মেয়র আরো জানালেন আমি বরাবর খেলোয়ারদের উৎসাহিত করি। তাই এই ধরনের খেলা সবার আগে আমি থাকি। সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শিলিগুড়ি পুরসভা চেষ্টা করবে সামনের বছর যাতে আরো ভালোভাবেই প্রতিযোগিতা করতে পারা যায়।