কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি
শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব উন্মিলন-এ সকল প্রতিযোগীদের সংবর্ধনা এবং পুরস্কার দেওয়া হল। শিলিগুড়িতে ১৪ নম্বর ওয়ার্ডের এই প্রতিযোগিতাকে ঘিরে বিপুল উৎসাহ দেখা দিয়েছে ওয়ার্ডের মানুষের মধ্য।
আরও পড়ুন: Siliguri: শংকর ঘোষ শুনলেন মানুষের সমস্যার কথা
কাউন্সিলর এবং এমএমআইসি শ্রাবণী দত্ত জানালেন, আমার ওয়ার্ডের কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় মানুষের সহযোগিতার না থাকলে আমি কোনভাবেই এই উন্মিলন কে আপন করে তুলতে পারতাম না। আমার এই ওয়ার্ড উৎসব যদি মানুষের মধ্য গেঁথে থাকে তবে বুঝবো আমি সফল হয়েছি। এই উন্মেলন ওয়ার্ড উৎসব আমাদের কাছে এখন অন্য আয়োজন। সবাই তো পুরস্কার পায় না, অংশগ্রহণ করাটাই সব থেকে বড় ব্যাপার, এবং বড় বিষয়।
আরও পড়ুন: ISL 2024-25 Derby: ‘দশ’ কা দম! ডার্বির ‘অসম’; কি চাকা ঘোরাবে ইস্টবেঙ্গল? না কী জিতবে মোহনবাগান?
পাঁচ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা, এবং আমি আশা করব এবং আমার ইচ্ছে থাকবে, যাতে এই উন্মিলন কে মানুষের মনে রেখে দিতে পারা যায়। তবে আমি বুঝবো আমার এই ওয়ার্ড উৎসব সফল হয়েছে।