Tuesday, 5 August, 2025
5 August, 25
Homeউত্তরবঙ্গSuvendu Adhikari: ‘ভাইপোর নির্দেশে মেরে ফেলার জন্য হামলা’; ভয়ংকর অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari: ‘ভাইপোর নির্দেশে মেরে ফেলার জন্য হামলা’; ভয়ংকর অভিযোগ শুভেন্দুর

মঙ্গলবার খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

‘ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেরে ফেলার জন্য হামলা চালানো হয়েছে’, কোচবিহারের খাগড়াবাড়িতে কনভয়ে হামলার পর এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘মেরে ফেলার জন্য হামলা চালানো হয়েছে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসপি দ্যুতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ আক্রমণ করেছেন।’

আরও পড়ুনঃ ৫ অগস্ট, ২০২৪; ক্ষমতা বদলের এক বছর, ‘ভবিষ্যৎ’ কী হাসিনার! ইউনূসের ওপর ক্ষোভ বাড়ছে জনতার

মঙ্গলবার খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এদিন খাগড়াবাড়িতে তুমুল উত্তেজনা ছড়ায়।

এদিন শুভেন্দুকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পাশাপাশি তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এরকম হতে পারে না। পুলিশের সামনে বিরোধী দলনেতার উপর চড়াও হয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। রাস্তায় নেমে এর প্রতিবাদ করব।’

আরও পড়ুনঃ ভারতের উপর আরও শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি; সহ্যের যে সীমা থাকে, ট্রাম্পকে বুঝিয়ে দিল নয়াদিল্লি

এদিকে, হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেগেছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘সমস্ত রোহিঙ্গা। বাংলাদেশ থেকে এসেছে। পাথর ছুড়ে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙেছে।’ অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। তাঁর বক্তব্য, ‘কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূলের কোনও নেতা-কর্মী এসবে যুক্ত নন।’ অন্যদিকে, শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন