কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
শীত জাঁকিয়ে পড়তেই উত্তরবঙ্গে শুরু হল তুষারপাত। শুক্রবার থেকে উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়েছিল। শনিবার সন্ধ্যা থেকে বরফ পড়তে শুরু করল দার্জিলিঙে।
আরও পড়ুনঃ চিন্তার ভাঁজ ফেলছে দাম! বাজার যাওয়ার আগে দেখুন সবজির দাম
সান্দাকফু ও ফালুট সংলগ্ন এলাকায় বরফ পড়তে দেখা যায় এ দিন। উল্লেখ্য, শনিবার সকাল থেকেই তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। শিশির জমে পরিণত হচ্ছিল বরফে।
সন্ধ্যার পরে পারদের পরিমাণ আরও কয়েকধাপ কমে। তার জেরেই শুরু হয় তুষারপাত।
আরও পড়ুনঃ ‘উইন্ড হর্স’! এটা আবার কি! পাহাড়ে গেলেই দেখা যায়
উল্লেখ্য, দার্জিলিঙের রক গার্ডেন পুনরায় খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। দুর্গাপুজার সময়ে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল রক গার্ডেনের রাস্তা। সুরক্ষার কথা মাথায় রেখেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল।
শনিবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে রক গার্ডেন খোলার কথা জানানো হয়। পাশাপাশি, ডালি থেকে গঙ্গামায়া পার্ক পর্যন্ত রাস্তায় ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধুমাত্র পর্যটকেদের গাড়ি ও ছোট যানবাহন চলাচলে অনুমতি দেওয়া হয়েছে।









