spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: ঠিক হয়ে গেল দিনক্ষণ, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা

Siliguri: ঠিক হয়ে গেল দিনক্ষণ, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী ১৬ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের প্রস্তুতি এখন জোরকদমে শুরু হয়ে গিয়েছে। শুক্রবার প্রস্তাবিত মন্দির চত্বর পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক, এসজেডিএ ও হিডকোর আধিকারিকরা।

আরও পড়ুনঃ ‘মৃত’ ভোটারদেরই ব়্যাম্পে হাঁটালেন অভিষেক! কমিশনকে কড়া আক্রমণ

মেয়র জানান, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমিটি ইতিমধ্যেই পরিষ্কার করা হচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে দ্রুততার সঙ্গে কাজ এগোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ও শিলান্যাসের ঘোষণা করেন। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মন্দিরের শিলান্যাস করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, জমি চিহ্নিত করা হয়েছে এবং শিলান্যাসের তারিখও তিনি ঠিক করে রেখেছেন। পরে প্রশাসনিক সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি এই শিলান্যাস অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতিতে বড়সড় আলোড়ন! ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের খবর ফাঁস জামাত নেতার

জমি পরিদর্শনের পর মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বিভিন্ন দফতর ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি বৈঠক করা হবে। সেখানে মন্দির নির্মাণ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, “মন্দির নির্মাণের আগে জমির সংস্কার এবং আনুষঙ্গিক কাজ চলছে। সব দফতরের সঙ্গে সমন্বয় করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী ১৬ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে। সেই দিনই তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে পারেন। এর পরদিন, ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে, জানুয়ারির মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন