সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথিতেই দেবীর উৎপত্তি হয়েছিল, তাই এদিন ঘরে ঘরে বিদ্যাদেবীর পুজো প্রচলিত। ২০২৬ সালের সরস্বতী পুজোর সঠিক তারিখ ও শুভক্ষণ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি থাকলেও, সঠিক পঞ্জিকা মতে শুভ মুহূর্তটি জেনে রাখা জরুরি।
আরও পড়ুনঃ কলকাতায় এখনও দেখা নেই রোদের, ছুটির দিনে কেমন থাকবে বাংলার আবহাওয়া

সরস্বতী পুজো কবে?
- ইংরেজি তারিখ: ২৩ জানুয়ারি, ২০২৬
- বাংলা তারিখ: শুক্রবার ৯ মাঘ, ১৪৩২
- তিথি: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি (বসন্ত পঞ্চমী)

সরস্বতী পুজোর শুভ সময় ও তিত্থি: ২০২৬ সালে পঞ্চমী তিথি শুরু এবং শেষ হওয়ার সময় নিচে দেওয়া হলো। অধিকাংশ স্কুলে ও বাড়িতে এই সময়ের মধ্যেই পুষ্পাঞ্জলি ও পুজো সম্পন্ন করা হয়।
- পঞ্চমী তিথি শুরু: ২৩ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) — রাত ০২:২৮ মিনিটে।
- পঞ্চমী তিথি শেষ: ২৪ জানুয়ারি, ২০২৬ (শনিবার) — রাত ০১:৪৬ মিনিটে।
- পুজোর শুভ মাহেন্দ্রক্ষণ (Kolkata/IST): ২৩ জানুয়ারি সকাল ০৬:১৮ থেকে সকাল ১১:৪৮ পর্যন্ত।
আরও পড়ুনঃ চিন্তার ভাঁজ ফেলছে দাম! বাজার যাওয়ার আগে দেখুন সবজির দাম
দেবী সরস্বতীর জন্মকথা:
সৃষ্টির শুরুতে ব্রহ্মা প্রকৃতি ও জীবজগৎ সৃষ্টি করলেও চারদিকে এক গভীর নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছিল। এই নিস্তব্ধতা দূর করতে ব্রহ্মা তাঁর কমণ্ডলুর জল ছিটিয়ে এক অপূর্ব সুন্দরী দেবীর আবাহন করেন। চতুর্ভুজা এই দেবীর হাতে ছিল বীণা, পুস্তক, অক্ষমালা এবং অন্য হাতটি ছিল বরমুদ্রায়। ব্রহ্মার অনুরোধে তিনি বীণার তারে ঝঙ্কার তুলতেই স্তব্ধ চরাচর শব্দে মুখরিত হয়ে ওঠে; প্রতিটি জীবের কণ্ঠে ফোটে বাণী এবং প্রকৃতি লাভ করে প্রাণচাঞ্চল্য।

এই অলৌকিক রূপ দেখে ব্রহ্মা তাঁর নাম দেন সরস্বতী। তিনি জ্ঞান, বুদ্ধি ও সংগীতের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বাগীশ্বরী, শারদা ও বীণাবাদিনী নামেও পূজিত হন। পুরাণ মতে, মাঘ মাসের যে শুক্ল পঞ্চমী তিথিতে ব্রহ্মার মানসকন্যা রূপে তাঁর আবির্ভাব ঘটেছিল, সেই পবিত্র দিনটিই বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত। দেবীর এই জন্মতিথিতেই প্রতি বছর স্কুল, কলেজ ও ঘরে ঘরে নিষ্ঠার সঙ্গে বাগদেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়।
সরস্বতী পুজোর সামগ্রী
সরস্বতীর মূর্তি, গঙ্গাজল, পবিত্র জল, হলুদ ফুল, পাঁচটি ফল, ধূপকাঠি, প্রদীপ অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, ধান, দূর্বা, ঘট, দুধ, ঘি, গুড়, বাতাসা, সাদা কাপড়, অষ্টগন্ধা, সুগন্ধী, চন্দন, মোমবাতি, তুলো বাতি, সিঁদূর, পান পাতা, আম পাতা, বেল পাতা, পদ্ম, জাফরান, কাঁচা হলুদ, মিষ্টি, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, আমের মুকুল।

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র
ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।









