কসবার ঘটনার জেরে এমনিতেই রাজ্য উত্তাল। ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে তিন তৃণমূল যুব নেতা। এর মধ্যেই ফের এক তৃণমূল নেতার অশালীন ব্যবহারের অভিযোগ এবং তাতে উত্তাল উত্তরবঙ্গ।
আলিপুরদুয়ারের ফালাকাটায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাদের মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে। সেই ঘটনা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটার কুঞ্জননগরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ভিডিও শেয়ার করে নিশানা করেছেন শাসক দলকে।
আরও পড়ুন: খেলনাগাড়িতে নজর লেগেছে! লেবু-লংকা ঝোলাতে হবে! যাত্রাপথে বিপত্তি টয়ট্রেনের
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সরকারি প্রকল্পের কাজ ঘিরে বিতর্ক শুরু হয় এলাকায়। প্রকল্প নিয়ে আপত্তি জানিয়ে কাজ থামাতে গেলে কয়েকজন মহিলা বাসিন্দাকে রাস্তায় হেনস্থা করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও তাঁর ঘনিষ্ঠ অর্জুন দাস। ভিডিওতে দেখা যায়, একাধিক মহিলার সঙ্গে ধস্তাধস্তি চলছে, ব্যবহার করা হচ্ছে অশ্রাব্য ভাষা।
এই ভিডিও প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণ। পরে ভিডিওটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার পর থেকে বিজেপি নেতা-কর্মীরা ফালাকাটা থানার সামনে বিক্ষোভ দেখান। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা ।
আরও পড়ুন: হ-য-ব-র-ল পরিস্থিতি! শমীক-দিলীপ আঁতাঁত! জল্পনা বিজেপিতে
বিজেপি সূত্রে খবর, এই ঘটনায় ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর ও অর্জুন দাসের নামে। এদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ”তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে মা-বোনেরা একদমই সুরক্ষিত নয়। প্রতিনিয়ত রাজ্যের প্রায় সর্বত্র মহিলারা তৃণমূল নেতা কর্মীদের হাতে অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছেন।”
বিরোধীদের নিশানায় পড়ে অবশ্য পাল্টা কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি ঘটনাটি এখনও জানি না। তবে উত্তরপ্রদেশে মহিলাদের সঙ্গে কী ঘটছে, সেটা নিয়েও বিজেপি নেতাদের পোস্ট করা উচিত।”