Thursday, 17 July, 2025
17 July, 25
Homeউত্তরবঙ্গBJP-TMC: বিজেপি নেত্রী ও তৃণমূল নেতা রাতবিরেতে একই গাড়িতে! দেখে চোখ কপালে...

BJP-TMC: বিজেপি নেত্রী ও তৃণমূল নেতা রাতবিরেতে একই গাড়িতে! দেখে চোখ কপালে স্থানীয়দের

এই দু'জনের কীর্তি ঘিরে অস্বস্তিতে শাসক ও বিরোধী শিবির।এই দু'জনের কীর্তি ঘিরে অস্বস্তিতে শাসক ও বিরোধী শিবির।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

সৌজন্যের রাজনীতি নজির বিহীন নয়। শাসক-বিরোধীর উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ, প্রতিটি স্তরে নেতা-কর্মীর মধ্যেই এই বোধটা খানিক হলেও পাওয়া যায়। তবে কিছু সৌজন্যের রুচি বোধ হয় ভিন্ন। যা ধরা পড়ল জলপাইগুড়িতেও।

আরও পড়ুন: দিল্লিতে হচ্ছে কী! একে একে হাজির দিলীপ, শমীক, সুকান্ত

জঙ্গলের রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে মদের আসর বসালেন দুই ফুলের নেতা-নেত্রী। যা ঘিরে শোরগোল জলপাইগুড়িতে। একজন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। অন্য জন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা পঞ্চানন রায়। আর এই দু’জনের কীর্তি ঘিরে অস্বস্তিতে শাসক ও বিরোধী শিবির।

জানা গিয়েছে, জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় জঙ্গলের পাশে গাড়ি দাঁড় করিয়ে মদের আসর বসিয়েছিলেন এই দু’জন। তখনই রাস্তার পাশে ওমন একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে। ঘিরে ধরা হয় গাড়িটি। মোবাইল নিয়ে ভিতরে ঢুকে পড়েন স্থানীয়রা। জানতে চাওয়া হয় পরিচয়। যার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (সত্যতা বঙ্গবার্তা  যাচাই করেনি)। সেখানে আরও দেখা যায় যে স্থানীয়দের সঙ্গে রীতিমতো তর্ক-বিতর্ক বেঁধে যায় বিজেপি নেত্রীর।

আরও পড়ুন: মতভেদ ব্যবসায়ীদের! হাল ফিরছে না কিছুতেই বিধান মার্কেটের; বৈঠক চায় এসজেডিএ

অবশ্য এই ঘটনা প্রসঙ্গে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি নেত্রী। অন্যদিকে গোটা ঘটনার দায় এড়িয়ে যাচ্ছেন তৃণমূল নেতাও। অভিযোগ উঠছে, ভাইরাল হওয়া ভিডিয়ো চাপার চেষ্টা করছেন ওই তৃণমূল নেতা।

এই মুহূর্তে

আরও পড়ুন