spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeকলকাতাTMC Foundation Day: আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস; ক্ষমতার পথে জোড়াফুলের দীর্ঘ রাজনৈতিক...

TMC Foundation Day: আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস; ক্ষমতার পথে জোড়াফুলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

দলের সর্বস্তরের নেতাকর্মীরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে তাকিয়ে রয়েছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

১ জানুয়ারি ২০২৬। নতুন বছরের প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের এই দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটির জন্ম দিয়েছিলেন, আজ তা পশ্চিমবঙ্গের শাসক দল এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ নতুন বছর ২০২৬-এর প্রথম দিনে বঙ্গের আবহাওয়া কি বলছে

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কলকাতার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও বুথ স্তরেও পালন করা হয় প্রতিষ্ঠা দিবস।

প্রতিষ্ঠা দিবস মানেই তৃণমূল কর্মীদের কাছে আবেগের দিন। দলের নেতাকর্মীদের একাংশের মতে, এই দিন শুধু একটি দলের জন্মদিন নয়, বরং বাংলার রাজনীতিতে পরিবর্তনের সূচনার প্রতীক। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে টানা তিনবার বিধানসভা নির্বাচনে জয় পেয়ে রাজ্যের শাসনভার সামলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।

এ বছরের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব আরও বেশি, কারণ আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন, এই প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল কী বার্তা দিতে চায়। দলের সর্বস্তরের নেতাকর্মীরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে তাকিয়ে রয়েছেন।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠা দিবসের মূল বার্তা হলো উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বাংলার স্বার্থ রক্ষা। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের বঞ্চনার অভিযোগ, উন্নয়ন প্রকল্পের সাফল্য এবং আগামী নির্বাচনের রূপরেখা, এই সব বিষয় উঠে আসতে পারে নেতৃত্বের বক্তব্যে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস কার্যত ভোটের ময়দানে নামার প্রস্তুতির সূচনা। সংগঠনকে আরও মজবুত করা, কর্মীদের চাঙ্গা করা এবং বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের সুর, সবই স্পষ্ট হতে পারে আজকের কর্মসূচিতে।

আরও পড়ুনঃ “হল্লা বোল”; ‘সফদর মারা গেছে, কিন্তু ধমনীতে সে বেঁচে’-‘ট্রিবিউট টু হাসমি’

নতুন বছরের প্রথম দিনেই দলের প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন নিজেদের রাজনৈতিক ঐতিহ্যকে স্মরণ করছে, তেমনই অন্যদিকে আগামী নির্বাচনের আগে শক্ত বার্তা দিতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের।

গোটা রাজ্যে  আজকে পালন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের  ২৯ তম প্রতিষ্ঠা দিবস। আজকে শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে পালন করা হলো  তৃণমূল কংগ্রেসের ২৯ তম প্রতিষ্ঠা দিবস। ওয়ার্ডের মহিলা সভাপতি  মিরা দত্ত  এবং ওয়ার্ড সম্পাদক কমল কুমার কর্মকার  জাতীয় এবং দলীয় পতাকা  উত্তোলন করলেন।

 

এই মুহূর্তে

আরও পড়ুন