spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়িতে পরিকল্পনাহীন সরকারি কাজ! চাকা যেন এগোতেই চায় না; নাকাল পথচলতি...

Siliguri: শিলিগুড়িতে পরিকল্পনাহীন সরকারি কাজ! চাকা যেন এগোতেই চায় না; নাকাল পথচলতি মানুষ

মঙ্গলবার সকাল থেকে যানজট মারাত্মক চেহারা নিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

যানজটের জন্য দার্জিলিং মোড়ের খ্যাতি রীতিমতো জগৎজোড়া । সেই তকমাকে আজকাল টেক্কা দেয় কোর্ট মোড় থেকে হাসমি চক পর্যন্ত রাস্তাটি। একবার গাড়িতে উঠে বসলে চাকা যেন এগোতেই চায় না। দিনের কিছু নির্দিষ্ট সময়ে নাকাল হন পথচলতি মানুষ। একে রাস্তাটি চওড়ায় কম। তার ওপর দু’পাশ দখল করে অস্থায়ী দোকান।

আরও পড়ুনঃ বড় সাফল্য; মায়ানমার সীমান্তে ১১ পাকিস্তানিসহ অস্ত্র চোরাচালানকারীর দল আটক

যন্ত্রণা আরও বাড়িয়েছে পরিকল্পনাহীন সরকারি কাজ। অভিযোগ, যান চলাচল নিয়ন্ত্রণ না করেই শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে সড়কের অধিকাংশ খুঁড়ে সোমবার রাত থেকে কার্লভার্ট নির্মাণ শুরু হয়েছে। যার জেরে মঙ্গলবার সকাল থেকে যানজট মারাত্মক চেহারা নিয়েছে। কোর্ট মোড় থেকে প্রচুর সংখ্যায় বেসরকারি বাস, সিটি অটো ও টোটো চলাচল করে সকাল থেকে রাত অবধি।

এমন ব্যস্ত রুটে নির্মাণকাজ শুরুর আগে কেন নির্দিষ্ট পরিকল্পনা করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। নিবেদিতা মার্কেটে দোকান রয়েছে সুভাষ রাহার। যানজট দেখে তাঁর মত, ‘বাস চলাচল বন্ধ না করলে এই সমস্যা আরও বাড়বে। যেভাবে গর্ত খোঁড়া হয়েছে, তাতে একটি বাসের পাশ দিয়ে টোটো যাওয়ার মতো পরিস্থিতিও নেই। যখন-তখন দুর্ঘটনা ঘটতে পারে।’

আরও পড়ুনঃ আগামী মাস থেকেই আমূল বদলে যাচ্ছে আধার কার্ড! QR কোডেই যাবতীয় তথ্য

পূর্ত দপ্তর সূত্রে খবর, এই কাজ শেষ করতে অন্তত তিন মাস সময় লাগবে। মঙ্গলবার সকাল থেকে ওই রাস্তায় যানজট মোকাবিলা করতে গিয়ে ট্রাফিক পুলিশকর্মীদের কালঘাম ছুটে গিয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলছেন, ‘লোকাল বাসগুলোকে প্রয়োজনে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে চালানো হবে। বিষয়টি নিয়ে আলোচনা করব।’

শিলিগুড়ির ডিসিপি (ট্রাফিক) কাজি সামসুদ্দিন আহমেদের বক্তব্য, ‘ওই অংশে যানজট হচ্ছে, সেটা আমরা আজ লক্ষ করেছি। এদিন কাজের প্রথম দিন ছিল। যানবাহনগুলো অন্য কোনও রাস্তা দিয়ে চালানো যায় কি না, সেটা দেখা হচ্ছে।’

এই মুহূর্তে

আরও পড়ুন