কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
মৃত ওই জুনিয়র চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুড়ি৷ তিনি কলকাতার বাসিন্দা বলেই পুলিশ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর৷
আরও পড়ুনঃ নেপথ্যে ইউনুস! অবশেষে জল্পনায় পড়ল সিলমোহর; জামাতের হাত ধরল বাংলাদেশের এনসিপি
এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ৪ জন চিকিৎসকের একটি দল গাড়িতে পানিঘাটা ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন৷
নকশালবাড়ির কদমা মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে চিকিৎসকদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন চার চিকিৎসক সহ মোট পাঁচ জন।
আরও পড়ুনঃ বিষাক্ত কণা ঢুকছে মানুষের ফুসফুসে; শীতে কাঠ, প্লাস্টিক পুড়িয়ে বাড়ছে কলকাতার বায়ু দূষণ
খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ও নকশালবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ গুরুতর জখম ২ জুনিয়র চিকিৎসককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই মৃত্যু হয় সায়ন্তনী ভাদুরী নামে ওই জুনিয়র চিকিৎসকের।
অন্যদিকে তুলনামূলক ভাবে কম আহত বাকি ৩ জনকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। পরে দু জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনায় দূর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।









