spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: বন্ধুত্বের আড়ালে পৈশাচিক লালসা! শিলিগুড়িতে কলেজ ছাত্রীকে গণধর্ষণে ২০ বছরের জেল...

Siliguri: বন্ধুত্বের আড়ালে পৈশাচিক লালসা! শিলিগুড়িতে কলেজ ছাত্রীকে গণধর্ষণে ২০ বছরের জেল দুই ‘বন্ধুর’

মঙ্গলবার আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক পি শেরিং ইয়াংচি লেপচা এই সাজা ঘোষণা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল পৈশাচিক লালসা। কলেজ ফেরত বান্ধবীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমা আদালত।

আরও পড়ুনঃ ঘৃণা ছড়ালেও পেট চালাতে বাংলাদেশিদের ভারতই ভরসা

মঙ্গলবার আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক পি শেরিং ইয়াংচি লেপচা এই সাজা ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৭ জুন। মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা অলয় রায় ও বিশাল মহন্ত নামে দুই যুবক তাঁদের এক বান্ধবীকে কলেজ থেকে ফেরার পথে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু অভিযোগ, তারা ওই ছাত্রীকে একটি নির্জন তুঁত বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার পরই ওই ছাত্রী পরিবারকে সব জানালে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই রাতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল।

আরও পড়ুনঃ বাড়তে চলেছে Jio রিচার্জের দাম; মাথায় হাত নিম্নমধ্যবিত্তের

দেড় বছর ধরে চলা এই মামলায় মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সোমবার অভিযুক্তদের ৩৭৬ (ডি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। মঙ্গলবার বিচারক অলয় ও বিশালকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেন।

সরকারি আইনজীবী পীযূষকান্তি ঘোষ জানান, “জরিমানার মোট ১ লক্ষ টাকা ওই নির্যাতিতা ছাত্রীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অনাদায়ে দোষীদের আরও ১ বছরের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। খুব দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়া শেষ হয়েছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন