Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeআবহাওয়াWeather: আকাশের মন খারাপ, কখনও ভাল, পুবের আকাশে বিষাদের মেঘ 

Weather: আকাশের মন খারাপ, কখনও ভাল, পুবের আকাশে বিষাদের মেঘ 

শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে

কখনও আকাশের মন খারাপ, কখনও ভাল। এই পুবের আকাশে বিষাদের মেঘ, এই পশ্চিমের আকাশে শেষ বিকালের রোদের কাটাকুটি খেলা। গ্রীষ্ম হোক বা বর্ষা, শীত হোক বা বসন্ত। আলিপুর আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে জানতে পারবেন আবহাওয়ার খুঁটিনাটি। ভ্রমণ থেকে কৃষিকাজ, কখন কোনটায় সুবিধা, কোনটায় অসুবিধা, কী বলছে হাওয়া অফিসের আপডেট, সবই পেয়ে যান আমাদের বঙ্গবার্তার ওয়েবসাইটে (bangabarta.com)। শুধু যে বাংলার আকাশের গতিবিধি জানবেন এমনটা নয়, সুদূর দক্ষিণাঞ্চল থেকে উত্তর-পূর্ব সবই আছে এখানে।

আরও পড়ুন: আজ চৈত্র কৃষ্ণা অষ্টমী তিথি, দিন কেমন কাটবে

সকাল থেকে মেঘলা আকাশ, অল্প-বিস্তর হাওয়া বয়েছে। বিকেলের পরেই গোটা রাজ্যের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ২২ মার্চ রাজ্যের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি ও হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শনিবার, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুদানের বাতাসে শুধুই বারুদের গন্ধ! রাষ্ট্রপতির প্রাসাদ দখল

অসমে রয়েছে সক্রিয় ঘূ্র্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে তেলেঙ্গানার ওপর দিয়ে ছত্তিসগড় থেকে কর্নাটক পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্নাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়।

এই মুহূর্তে

আরও পড়ুন