বসন্তের সঙ্গে হলুদ রংয়ের এক বিশেষ যোগ রয়েছে। বসন্তের প্রথম উৎসবের সঙ্গেও যে কারণে মিলেমিশে একাকার হয়েছে হলুদ রং। সরস্বতী পুজোর দিন রাস্তায় চোখে পড়ে হলুদ রংয়ের পোশাকের ঢল। কচিকাঁচা থেকে শুরু করে বড়রা সকলের পরনে হয় হলুদ রংয়ের শাড়ি, নয় হলুদ রংয়ের পাঞ্জাবি। বসন্ত পঞ্চমীর দিন প্রায় সকলেই হলুদ রংয়ের পোশাক পরতে পছন্দ করেন। এই দিন হলুদ রংয়ের পোশাক পরার কি আলাদা কোনও কারণ রয়েছে? জেনে নিন বিস্তারিত।”
আরও পড়ুন: Naihati Shootout: খুন তৃণমূল কর্মী, নৈহাটিতে দিনেদুপুরে গুলি
সরস্বতী পুজো মানেই অলিতে গলিতে, স্কুল-কলেজ-ইউনিভার্সিটির পাশে হলুদ শাড়ির মেলা। সঙ্গে হলুদ পাঞ্জাবির ঢল। এইদিন বেশিরভাগ ছেলে-মেয়ের পছন্দের তালিকায় থাকে হলুদ। অন্যদিকে এইদিন দেবী সরস্বতীর পুজোর উপকরণে পলাশ ফুলের সঙ্গে থাকে এক টুকরো হলুদ।
সরস্বতী পুজোয় কেন হলুদ রংকে গুরুত্ব দেওয়া হয়?
হলুদ রং-কে একইসঙ্গে বাসন্তী রংও বলা হয়ে থাকে। বসন্ত পঞ্চমী থেকেই শীতকালের শেষ। এবং বসন্তকালের শুরু। প্রকৃতিতেও তার আঁচ মেলে। বাস্তুমতে হলুদ রংয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। সকলের জীবনে এক একটি রঙের এক এক রকমের প্রভাব রয়েছে। হলুদ রং যে কোনও ব্যক্তির অন্তরের আত্মাকে শান্ত রাখে। এবং নিয়ন্ত্রিত রাখে। শুধু তাই নয়, বাস্তুমতে হলুদ রং এর অর্থ কোনও কিছুর নতুন সূচনা। এটি আশার রং হিসেবেও পরিচিত। হলুদ রং শান্তি ও সমৃদ্ধির প্রতীকও।
আরও পড়ুন: Chinese Parlour Offers: বিজ্ঞাপন দেখলে চোখ উঠবে কপালে; 16Pro Max থাকলে তবেই মিলবে ম্যাসাজ!
অনেক মেয়েরা সরস্বতী পুজোর দিন মায়ের সবচেয়ে সুন্দর হলুদ শাড়িটি তুলে নিয়ে নিজেকে সাজিয়ে তোলে। কচিকাঁচাদের জন্য মা-বাবারা রেডি-টু-ওয়্যার ছোট্ট শাড়িও নিয়ে আসেন। ছেলেদের জন্যও পাওয়া যায় রেডি-টু-ওয়্যার পাঞ্জাবি। বসন্ত পঞ্চমীর দিন যেন হলুদ রঙের পোশাক সকলের মুখে এক উজ্জ্বল আভা এনে দেয়।