Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeপাঁচমিশালিSaraswati Puja 2025: সরস্বতীর স্বামী কে? পালন কর্তা বিষ্ণু না সৃষ্টি কর্তা...

Saraswati Puja 2025: সরস্বতীর স্বামী কে? পালন কর্তা বিষ্ণু না সৃষ্টি কর্তা ব্রহ্মা

বিদ্যার দেবী সরস্বতী, তাঁর আশির্বাদে লাভ হয় বিদ্যা-বুদ্ধি এবং জ্ঞান। মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী। কেউ বলেন তিনি সৃষ্টি কর্তা ব্রহ্মার মানস কন্যা। কেউ বলেন তিনি স্বয়ং নারায়ণের অংশ। কেউ বলেন সরস্বতী নাকি ব্রহ্মদেবের পত্নীও। সত্যিটা কি জানেন? আসলে কে দেবী সরস্বতীর স্বামী?

আরও পড়ুন: Saraswati Puja 2025: “ইচ্ছার ইচ্ছাশক্তি”; ছোট হাতে সরস্বতী মূর্তি গড়ে সবাইকে চমকে দিচ্ছে

সরস্বতীর স্বামী কে তা নিয়ে নানা মুনির নানা মত। পুরান মতে মনে করা সৃষ্টি কর্তার মানস কন্যা দেবী সরস্বতী। জন্মের পরে নিজের মানস কন্যার সৌন্দর্য দেখে তাঁর প্রেমে পড়ে যান ব্রহ্মা নিজেই। অথচ পিতার এরূপ আচরণ ভাল লাগেনি দেবীর। অগত্যা সরস্বতীকে স্ত্রী হিসাবে পেতে মদন দেবের সাহায্য নেন ব্রহ্মদেব।

এক মতে, ব্রহ্মদেব হলেন আদি এবং অবিনশ্বর। তিনিই এই জগত সংসারের সৃষ্টি। তাঁর থেকেই সৃষ্টি হয়েছে পুরুষ এবং স্ত্রী জাতির। মনে করা হয় যা কিছু স্থির তা পুরুষ এবং যা চলমান তা নারীর প্রতীক। যেমন গিরিরাজ হিমালয় এবং শান্তনু পত্নী গঙ্গা। এই সবার মধ্যে সর্বোচ্চ আসনে আসীন ত্রিদেব, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। ত্রিদেবের স্ত্রী হলেন দেবী সরস্বতী-লক্ষ্মী-চণ্ডী।

অনেকে বলেন, ব্রহ্মা যেমন জ্ঞানের প্রতীকী। জ্ঞান একটি আধার, অন্তরের নির্যাস। তা প্রকাশিত হয়, বাক্যের মাধ্যমে, কথার মাধ্যমে। সেই বাগধারা হলেন দেবী সরস্বতী। নদী স্বরূপিনী দেবীই হলেন ব্রহ্মা পত্নী।

আরেক মতে, ব্রহ্মদেব যখন সংসার সৃষ্টি করছিলেন, তখন নিজের সুবিধার জন্য এক সুন্দরী নারীর জন্ম দেন তিনি। কিন্তু সেই নারীর প্রেমে পড়ে যান তিনি। এরপরেই তাঁর সঙ্গে মিলিত হন ব্রহ্মদেব। সেই দেবীই দেবী সরস্বতী নামে পরিচিত।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ২ রা ফেব্রুয়ারী ২০২৫, আজ দুপুর থেকে এই ৫ টি রাশির ভাগ্য বদলে

মতান্তরে অন্য আরেকটি তত্ত্বের কথাও জানা যায়। দেবী সরস্বতীর স্বামী হলেন শ্রীবিষ্ণু। তিনি বিষ্ণুভক্তি স্বরুপিনী। আসলে দেবী সরস্বতী লক্ষীদেবীর আরেক রূপ। লক্ষ্মী হলেন শ্রীবিষ্ণু জায়া। সরস্বতী হচ্ছেন লক্ষ্মীদেবীর অন্য প্রকাশ মূর্তি। শ্রীচৈতন্যভাগবতের আদি খণ্ড অনুসারে, বিষ্ণুভক্তি-স্বরুপিনী, বিষ্ণু-বক্ষ:স্থিতা। মূর্তিভেধে রমা, সরস্বতী জগন্মাতা। অর্থাৎ এই ভাবে ভাবলে দেবী সরস্বতীর স্বামী হলেন শ্রীবিষ্ণু।

এই মুহূর্তে

আরও পড়ুন