spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeপাঁচমিশালিViral Video: নাচতে গিয়ে হার্ট-অ্যাটাক। অভিনয় নাকি সত্যি মৃত্যু!

Viral Video: নাচতে গিয়ে হার্ট-অ্যাটাক। অভিনয় নাকি সত্যি মৃত্যু!

ভাইয়ের বিয়েতে যোগ দিতে বিদিশায় এসেছিলেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বঙ্গবার্তা নিউজ ডেস্ক: আনন্দমুখর বিয়ের আয়োজন মুহূর্তেই পরিণত হলো শোকে। বিদিশায় এক সঙ্গীত অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৩ বছর বয়সী পরিণীতা জৈন।

ইন্দোরের বাসিন্দা পরিণীতা জৈন তাঁর কাকাতো ভাইয়ের বিয়েতে যোগ দিতে বিদিশায় এসেছিলেন। শনিবার রাতে বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথির সামনে তিনি জনপ্রিয় হিন্দি গান ‘শরারা শরারা’-এর তালে নাচছিলেন। কিন্তু মাত্র ৩০ সেকেন্ড পরই আচমকা মঞ্চেই লুটিয়ে পড়েন।

দেখুন সেই ভিডিও –

পরিবারের মধ্যেই কয়েকজন ডাক্তার ছিলেন, যাঁরা সঙ্গে সঙ্গে সিপিআর (CPR) দেওয়ার চেষ্টা করেন। তবে কোনো সাড়া না পাওয়ায় তড়িঘড়ি তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

পরিণীতা সম্প্রতি এমবিএ শেষ করেছিলেন এবং ইন্দোরে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছিলেন। হৃদরোগে মৃত্যু তার পরিবারের জন্য নতুন কিছু নয়— ১২ বছর বয়সে তার ছোট ভাইও একইভাবে হার্ট অ্যাটাকে মারা যান।

বাড়ছে অকাল মৃত্যু, বাড়ছে প্রশ্ন

পরিণীতার আকস্মিক মৃত্যু সাম্প্রতিক কিছু ঘটনা মনে করিয়ে দেয়, যেখানে কম বয়সী এবং আপাতদৃষ্টিতে সুস্থ ব্যক্তিরা নাচ বা খেলাধুলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, কোভিড-১৯ মহামারির পর এমন মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং কিছু ব্যবহারকারী একে টিকা নেওয়ার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা এই দাবি উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, হৃদরোগের পেছনে পারিবারিক ইতিহাস, জীবনযাত্রার ধরন, স্ট্রেস ও অনিয়মিত খাদ্যাভ্যাস বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন