Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: পালিয়ে শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেল

Siliguri: পালিয়ে শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেল

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

তিন দিন আগে আদালত থেকে পালিয়ে গিয়েছিল সে। আজ নেশা করতে গিয়ে পুলিশের জালে ধরা পরল, অভিযুক্ত আসামি বিকাশ কাকি।

আরও পড়ুন: Bihar Earthquake: ফের কম্পন! দিল্লির পর এ বার বিহার, আতঙ্কে বাড়ির বাইরে বাসিন্দা

পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে বহু অভিযোগ আছে। বহুদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ, ধরা পড়ার পরে যখন তাকে আদালতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সেই সময় আদালত থেকে পালিয়ে যায় সে।

আরও পড়ুন: Today’s horoscope: গণ্ডযোগ! সপ্তাহের প্রথম দিন, কেমন কাটবে

চেষ্টা করেও সেই সময় তাকে ধরতে পারিনি  পুলিশ। তবে আজ  শিলিগুড়ির বাগেরকোট এলাকায় সে এসেছিল নেশার জিনিস কিনতে। তখন চর মারফত তাকে গ্রেফতার করে  পুলিশ। তার বিরুদ্ধে  বিস্তর অভিযোগ জমা পড়ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন