Monday, 4 August, 2025
4 August, 25
Homeরাজ্যTMC: পরিবর্তনতো দূরের কথা, অটুট থাকলো দার্জিলিং জেলা তৃণমূলের নেতৃত্ব

TMC: পরিবর্তনতো দূরের কথা, অটুট থাকলো দার্জিলিং জেলা তৃণমূলের নেতৃত্ব

কথা তৈরি হয়েছিল, কিন্তু কোন পরিবর্তন হলো না

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

কানাগুশোতে অনেক কথা শোনা যাচ্ছিল, তবে সেরকম কোনো কথা হলো না, একই থাকলো  দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি পাপিয়া ঘোষকে মেয়ে অনেক কথা তৈরি হয়েছিল, কিন্তু কোন পরিবর্তন হলো না।

আরও পড়ুন: Para Teacher jalpaiguri: জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা

ঘনিষ্ঠ মহল থেকে জানতে পারা গেছে, জেলা সভাপতি, শিলিগুড়ি পুরসভা কে জিতিয়েছেন, মহাকুমা পরিষদ এনে দিয়েছেন যদিও লোকসভা ভোটে দলকে জেতাতে পারেননি, তবুও তার কৃতিত্ব একেবারেই অস্বীকার করার মতো নয়। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি চলতে চেয়েছেন। তিনি আরো জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তিনি চলতে চান। সবার সাথে মিলেমিশে তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন। সে খবরও আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাই আপাতত জেলা সভাপতিকে নির্দেশ দিলেন তারা।

আরও পড়ুন: Kolkata Metro: সরছে বিটি রোডের পাইপ! ব্যারাকপুর-বরানগর মেট্রো

জেলা সভাপতির সকলের সাথে সুসম্পর্ক নজরে এড়িয়ে যায়নি শীর্ষ নেতৃত্বের। তাই আপাতত পাপিয়া ঘোষকে সামনে রেখে এগিয়ে চলছে  দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক মহলে ও জেলা সভাপতি সবার সাথে সুসম্পর্ক রেখে চলেন। সব মিলিয়ে কানাঘুষা অনেক কথা শোনা গেলেও জেলা সভাপতি পাপিয়া ঘোষই থাকছেন। বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন করতে চায়না শীর্ষ নেতৃত্ব, এই বার্তাই পৌঁছে গেল  দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা এবং কর্মীদের কাছে।

এই মুহূর্তে

আরও পড়ুন