Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গNarendra Modi: খারাপ আবহাওয়া, সিকিম যাচ্ছেন না মোদী, ভার্চুয়ালি দেবেন বার্তা

Narendra Modi: খারাপ আবহাওয়া, সিকিম যাচ্ছেন না মোদী, ভার্চুয়ালি দেবেন বার্তা

সিকিমে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। তবে ভার্চুয়ালি সভায় যোগ দেবেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিতে প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলায় আসার আগে সিকিমে সভা করার কথা ছিল। তবে জানা যাচ্ছে, সিকিমে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। তবে ভার্চুয়ালি সভায় যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: জোটে জট! কালীগঞ্জ নিয়ে কোন্দল বামেদের; সিপিএমের লড়ার প্রস্তাব খারিজ তিন বাম দলের

আজ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। তারপর সেখান থেকে বায়ুসেনার ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় মোদী। বায়ুসেনার বিমানঘাঁটি থেকেই ভার্চুয়ালি সিকিমের সভায় যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: যখন-তখন ঝেঁপে নামবে বৃষ্টি! ছাতা ছাড়া বাড়ি থেকে একদম বেরবেন না! জারি লাল সতর্কতা

আলিপুর দুয়ারের ক্ষেত্রেও বিকল্প সড়ক পথ। সেই পথে প্রয়োজনে যেতে পারেন ভেবে প্রস্তুতি শুরু হয়েছে। সেই কারণে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ। করা হচ্ছে মূলত খারাপ আবহাওয়ার কারণেই এই সময় বদল। উল্লেখ্য, সিকিমের ভার্চুয়াল সভা পর আলিপুরদুয়ারে আসবেন মোদী। কোচবিহার ও আলিপুরদুয়ারে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। উল্লেখ্য, এ দিকে বাংলায় আসার আগে রাজ্যের তৃণমূল সরকারের ‘দুর্নীতি’ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “গত এক দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলার মানুষ। আর একইসঙ্গে সে রাজ্যের মানুষ তৃণমূলের দুর্বল প্রশাসন ও দুর্নীতিতে ক্লান্ত।”

এই মুহূর্তে

আরও পড়ুন