Tuesday, 12 August, 2025
12 August, 25
Homeদক্ষিণবঙ্গDatan: টাকা উধাও! রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকা! মাথায় হাত বাসিন্দাদের

Datan: টাকা উধাও! রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকা! মাথায় হাত বাসিন্দাদের

পশ্চিম মেদিনীপুরের দাতনের কাকরাজিত এলাকার ঘটনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাধারণ মানুষের কষ্ট করে জমানো টাকা উধাও! কারও ৫ লক্ষ, কারও ১০ লক্ষ টাকা জমা ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্রে। খোয়া গেল সেই সব টাকা। মাথায় হাত এলাকার বাসিন্দাদের। অন্তত ১০টি গ্রামের বাসিন্দাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ পুলিশের সঙ্গে সেলফি! বোমা-সহ লালকেল্লায় ‘জঙ্গি’! চাঞ্চল্য স্বাধীনতা দিবসের আগে

পশ্চিম মেদিনীপুরের দাতনের কাকরাজিত এলাকার ঘটনা। অভিযোগ, প্রায় ১০টি গ্রামের মানুষের জমানো কোটি কোটি টাকা নিয়ে উধাও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি গ্রাহক সেবাকেন্দ্রের মালিক রাজিব মাইতি। গ্রামবাসীদের অভিযোগ, কারও কাছ থেকে ৫ লক্ষ, কারও ৪ লক্ষ, কারও ১০ লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ।

গ্রামবাসীরা বলছেন, বহু কষ্টে জমানো ওই টাকা কেউ রেখেছিলেন ফিক্সড ডিপোজিট হিসেবে, কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা রেখেছিলেন, এখন দেখছেন সেই সমস্ত টাকা উধাও, অ্যাকাউন্টে কোনও টাকাই নেই। স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকরা। ব্যঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয় বিষয়টি। ব্যাঙ্কের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাঁদেরকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

আরও পড়ুনঃ ‘ভোটচুরি’র প্রতিবাদে দিল্লিতে কমিশন ঘেরাও বিরোধীদের, আটকালো পুলিশ, রাস্তায় বসে রাহুল-প্রিয়াঙ্কা-মহুয়ারা

গ্রাহকদের দাবি, অবিলম্বে তাঁদের টাকা ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, রাজীব মাইতির বাবা তাঁর ছেলের নামে দাঁতন থানায় নিখোঁজের একটি জিডি করেছেন বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন