কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নেতা ওসমান হাদির মৃত্যুতে আবেগঘন শ্রদ্ধা জানান দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। হাজার হাজার মানুষের ভিড়ের সামনে ভাষণ দিতে গিয়ে ইউনুস বলেন, বাংলাদেশ জুড়ে এবং দেশের বাইরেও প্রবাসীদের মধ্যে সবাই ওসমান হাদির খবরের দিকে তাকিয়ে ছিলেন। তাঁর কথায়, “প্রিয় ওসমান হাদি, তুমি আমাদের হৃদয়ের মধ্যেই বাস করছ। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তোমার অস্তিত্ব মুছবে না।”
আরও পড়ুনঃ সন্ত্রাসে মিলায় বাংলাদেশ-পাকিস্তান! জঙ্গি হাদির জানাজা শেষে সংসদ ভবনে হামলার চেষ্টা মৌলবাদীদের
অন্যদিকে, বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গেও এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে। শিলিগুড়িতে বাঙিয়া হিন্দু মঞ্চের উদ্যোগে ভেনাস মোড় চত্বরে মশাল মিছিল হয়। সেই কর্মসূচিতে মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক অত্যাচার ও পরিকল্পিত নিপীড়ন চলছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাঙিয়া হিন্দু মঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল অভিযোগ তোলেন, হিন্দু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।
তিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করেন, যেখানে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে এক নিরীহ হিন্দু ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। মণ্ডলের দাবি, হিন্দুদের উপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চরমপন্থী শক্তির পরিকল্পিত আক্রমণের অংশ।
তাঁর অভিযোগের তালিকায় রয়েছে – শারীরিক নিগ্রহ, যৌন হিংসা, মন্দির ভাঙচুর এবং সংখ্যালঘুদের সম্পত্তিতে অগ্নিসংযোগ। পাশাপাশি, বাংলাদেশ ক্রমশ পাকিস্তান ও চিনের প্রভাবাধীন হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পাকিস্তানপন্থী শক্তির মদতেই এই হিংসা ছড়ানো হচ্ছে।
বাঙিয়া হিন্দু মঞ্চের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়। সংগঠনের দাবি, অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন, যাতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলা নির্যাতন বন্ধ করা যায়।
আরও পড়ুনঃ মাথায় হাত পর্যটকদের! টাইগার হিলে যাবেন না পাহাড়ের গাড়ি চালকরা
শনিবার ওসমান হাদির শেষকৃত্যে উপস্থিত হয়ে ইউনুস বলেন, “ওসমান হাদি আমাদের হৃদয়েই থাকবেন। আমরা বিদায় জানাতে আসিনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই দেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন তিনি।”
রাজনীতিতে ওসমান হাদির ভূমিকা ও কাজের ধরন স্মরণ করে ইউনুস বলেন, হাদি দেখিয়ে গিয়েছেন কীভাবে বিনয় বজায় রেখে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা যায়, কীভাবে কাউকে আঘাত না করে নিজের মতামত প্রকাশ করা সম্ভব, এবং কীভাবে সৌজন্য ও মর্যাদা বজায় রেখে রাজনৈতিক প্রচার চালানো যায়। “এই শিক্ষাই আমরা গ্রহণ করছি। আমরা চাই, এই আদর্শ বাস্তবায়িত করতে। আমাদের লক্ষ্য, দেশের রাজনৈতিক সংস্কৃতিকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া, যেখানে ওসমান হাদির উদাহরণ চিরকাল জীবন্ত থাকবে,” বলেন ইউনুস।
তিনি আরও জানান, নেতৃত্ব কোনও চাপের কাছে মাথা নত করবে না এবং আন্তর্জাতিক মঞ্চে মাথা উঁচু রেখেই চলবে বাংলাদেশ। ইউনুসের দাবি, জনগণের কাছে এই প্রতিশ্রুতি ওসমান হাদিই দিয়ে গিয়েছিলেন, আর এবার সেই অঙ্গীকার পূরণ করা হবে।
২৪ ঘণ্টার আল্টিমেটাম ইউনুস সরকারকে
এই আবহেই নতুন করে চাপের মুখে পড়েছে ইউনুস সরকার। ওসমান হাদির রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চের নেতা ও তাঁর ঘনিষ্ঠ সহকর্মী আবদুল্লাহ আল জাবের সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তাঁর দাবি, ওসমান হাদির হত্যার সঙ্গে যুক্তদের গ্রেফতারে সরকার কী কী পদক্ষেপ করেছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে আনতে হবে।









