কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
বৃহস্পতিবার শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী– সুনীল বনসাল। উত্তরের একাধীক জেলা নিয়ে নির্বাচনী প্রস্তুতি বৈঠক বিজেপির। থাকছেন উত্তরবঙ্গের বিধায়ক সাংসদেরাও । তার আগে সকালে SIR ক্যাম্পে সাংসদ রাজু বিস্তা, বিপ্লব দেবরা। রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শুধু ক্যাম্প করাই নয়, নিজ হাতে ভোটারের ফর্ম ফিলআপ করে দিচ্ছেন সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গে SIR এবং ভোট প্রস্তুতি নিয়ে দলের উত্তরবঙ্গের সমস্ত স্তরের কার্যকর্তাদের আজ বৈঠকে ডেকেছে বিজেপি।
আরও পড়ুনঃ SIR সংক্রান্ত ৬৫টি অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু
সেখানেই জানিয়ে দেওয়া হবে শুক্রবার থেকে পরবর্তী পরিস্থিতিতে কী কী করণীয়। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “আজকের বৈঠক থেকেই আমাদের টার্গেট ঠিক রেখে আরও এগনোর চেষ্টা চলবে। উত্তরে আসন বৃদ্ধিই আমাদের উদ্দেশ্য।” একই সঙ্গে তিনি বলেন, “বহু মানুষ ফর্ম ফিলআপ করতে পারছেন না। আমরা ককিশনকে বলব কমিশনের তরফে হেল্প ডেস্ক হোক।”
এদিন আশ্রমপাড়ায় হেল্প ডেস্কে গিয়ে ফর্ম ফিলআপ করতে না পারা মানুষদের ফর্ম ভরে দেন সাংসদ রাজু বিস্তা।তিনি বলেন এবার উত্তরে তৃণমূলের সবপ্নভঙ্গ হবেই।
আরও পড়ুনঃ মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে! ট্রেনের ধাক্কা’য় যুবকের মৃত্যু
প্রায় একই কায়দায় কর্পোরেট স্টাইলে বিজেপি কল সেন্টারও খুলেছে। এসআইআর নিয়ে বিএলএ ২ দের সহায়তা ও বিএলও-দের বেনিয়মে নজরদারি চালাতে খোলা হল বিশেষ সেল। বিএলও ২ দের সহায়তা করতে এবং বিভিন্ন এলাকায় SIR এ BLO দের বেনিয়মে নজরদারি চালাতে এবার কর্পোরেট স্টাইলে কল সেন্টার বিজেপির।
মেদিনীপুর সংগঠনিক জেলা বিজেপির সদর কার্যালয়ে খোলা হয়েছে এই কল সেন্টার। নাম দেওয়া হয়েছে এস আই আর কমপ্লেন সেল এন্ড মনিটরিং সেল।









