spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeহুগলীHooghly: সাঁতার কাটছিল পুকুরে, আচমকাই আলোর ঝলকানি, শরীরের ভয়ঙ্কর চেহারা হল কিশোরের

Hooghly: সাঁতার কাটছিল পুকুরে, আচমকাই আলোর ঝলকানি, শরীরের ভয়ঙ্কর চেহারা হল কিশোরের

আচমকাই আলোর ঝলকানি, আর মুহূর্তে সব শেষ। হুগলির পাণ্ডুয়ায় বজ্রপাতে মৃত্যু এক নাবালকের!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, হুগলী:

আকাশে মেঘ ছিল। রোদ নেই, মনোরম পরিবেশ। বাড়ির সামনেই পুকুরে সাঁতার কাটতে গিয়েছিল বছর ষোলোর বাদশা। হঠাৎ শুরু হয় বৃষ্টি। তাতে আরও বেশি মজা! পুকুর থেকে উঠে পাড়ে গাছের নীচে বসে থাকে সে। আচমকাই আলোর ঝলকানি, আর মুহূর্তে সব শেষ। হুগলির পাণ্ডুয়ায় বজ্রপাতে মৃত্যু এক নাবালকের! মৃতের নাম শেখ বাদশা(১৬)।

আরও পড়ুন: ‘মিনি তাজমহল’! স্ত্রীকে ভালোবেসে ‘উপহার’ স্বামীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ সিমলাগরের চাঁপাহাটি মাঠপাড়া এলাকার বাসিন্দা শেখ বাদশা বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যায়।হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। পুকুর পাড়ে বটতলা আশ্রয় নেয় সে। বজ্রপাতে অচৈতন্য হয়ে পড়ে। গাছলায় তাকে পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল কিশোর

মৃত ওই নাবালকের কাকা শেখ আরসাদ আলি বলেন,  “ও যখন পুকুর পাড়ে বটতলায় বসেছিল সেই সময় বাজ পড়ে। বজ্রাঘাতেই মৃত্যু হয়েছে। শরীরটা ঝলসে গিয়েছে পুরো।” দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন