Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গMedinipur: শিক্ষক শূন্য দাঁতনের নিমপুর-বরঙ্গী হাইস্কুল, হতাশ প্রধান শিক্ষক

Medinipur: শিক্ষক শূন্য দাঁতনের নিমপুর-বরঙ্গী হাইস্কুল, হতাশ প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক অরূপ প্রধান আশায় বুক বেঁধেছিলেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা, বঙ্গবার্তা: চাকরি বাতিল সংক্রান্ত জটিলতার জেরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের নিমপুর-বরঙ্গী হাইস্কুলে দেখা গেল এক করুণ চিত্র। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ প্রধান আশায় বুক বেঁধেছিলেন, হয়তো শিক্ষকরা কাজে যোগ দেবেন। কিন্তু বেলা সাড়ে ১১টা পর্যন্ত গেটের দিকে তাকিয়ে থেকেও তিনি কোনো শিক্ষকের দেখা পাননি।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই প্রধান শিক্ষক অরূপবাবু স্কুলের গেটের কাছে চাকরিহারা শিক্ষকদের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর মনে আশা ছিল, হয়তো ৩ এপ্রিলের আগের মতো স্টাফরুম আবার শিক্ষকদের পদচারণায় মুখরিত হবে। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই সেই আশা হতাশায় পরিণত হয়েছে। বেলা ১১টা, সাড়ে ১১টা পেরিয়ে গেলেও কোনো শিক্ষকের আগমন ঘটেনি।

অবশেষে হতাশ হয়ে প্রধান শিক্ষক স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে চেয়ারে বসেন। স্কুলের অন্যান্য শিক্ষকরাও মাথায় হাত দিয়ে স্টাফরুমে বসেছিলেন। অরূপবাবু জানান, প্রথমে ভেবেছিলেন হয়তো শিক্ষকরা দেরিতে হলেও আসবেন, কারণ তাঁরা সকলেই মানসিক চাপের মধ্যে রয়েছেন। কিন্তু বেলা ১২টা বাজার পর তিনি বুঝতে পারেন, আর কেউই স্কুলে আসবেন না।

এই পরিস্থিতিতে স্কুলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, “এইমাত্র স্কুলের সেমেস্টার পরীক্ষা শেষ হয়েছে। এখন খাতা দেখবেন কে? স্কুলে ছেলেমেয়েগুলোর ক্লাসের কী হবে, তা নিয়েই চিন্তা হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে একটু আশার আলো দেখেছিলাম। কিন্তু কোথায় কী।”

শিক্ষকশূন্যতার এই পরিস্থিতিতে স্কুলের পঠন-পাঠন এবং পরীক্ষার মূল্যায়ন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধান শিক্ষক এবং অন্যান্য অল্প সংখ্যক শিক্ষক এখন স্কুলের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় মগ্ন।

এই মুহূর্তে

আরও পড়ুন