Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeদক্ষিণবঙ্গKartick Maharaj: চাকরির বিনিময়ে সহবাস, বিস্ফোরক অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে

Kartick Maharaj: চাকরির বিনিময়ে সহবাস, বিস্ফোরক অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে

পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস, জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ তুললেন এক শিক্ষিকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস, জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ তুললেন এক শিক্ষিকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ-সহ গোটা বাংলায়। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ। তিনি বললেন, “আমি এসবে বিচলিত নই।”

আরও পড়ুন: Pakistan থেকে গাধা এনে করা হবে খুন! লাখ লাখ হত্যা করেছে China 

সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ, ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: দায়িত্বে রবিশঙ্কর প্রসাদ, সভাপতি নির্বাচনের ডঙ্কা বেজে গেল রাজ্য বিজেপিতে

পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। তাঁর উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি। রঘুনাথগঞ্জে একটি অনুষ্ঠানে গিয়ে এসে অভিযোগ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন। এটা নিয়ে আমি বিচলিত নই। কোন মহিলা কী অভিযোগ করেছেন আমার জানা নেই।”

এই মুহূর্তে

আরও পড়ুন