Friday, 8 August, 2025
8 August, 25
Homeআন্তর্জাতিক নিউজDonald Trump: টার্গেট ভারত, ভারতের সঙ্গে পুরোপুরি বাণিজ্য বন্ধ করে দেবে আমেরিকা!...

Donald Trump: টার্গেট ভারত, ভারতের সঙ্গে পুরোপুরি বাণিজ্য বন্ধ করে দেবে আমেরিকা! তবে চুপ করে নেই ভারতও

যতক্ষণ পর্যন্ত ট্যারিফ জট কাটছে না, ততক্ষণ ভারতের সঙ্গে কোনও বাণিজ্যিক দর কষাকষি হবে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যতক্ষণ পর্যন্ত ট্যারিফ জট কাটছে না, ততক্ষণ ভারতের সঙ্গে কোনও বাণিজ্যিক দর কষাকষি হবে না। সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারকের উপরে ট্যারিফ দ্বিগুণ করার পর তাঁর এই নতুন বক্তব্য।

আরও পড়ুনঃ ট্রাম্পের দাদাগিরিতে অতিষ্ঠ! জোট বাঁধছে BRICS! মোদীকে ফোন ব্রাজ়িলের কম্যুনিস্ট প্রেসিডেন্টের

ওভাল অফিসে সাংবাদিকদর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। সেখানেই প্রশ্ন আসে, ভারতের উপরে ৫০ শতাংশ চাপানোর পর কবে থেকে বাণিজ্য নিয়ে আলোচনা হবে? ট্রাম্প সাফ জানান, যতক্ষণ পর্যন্ত এই ট্যারিফ জট না কাটছে, ততক্ষণ পর্যন্ত নয়।

বুধবারই ভারতের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করে আমেরিকা। আগের ২৫ শতাংশ শুল্কের সঙ্গে জুড়ে তা ৫০ শতাংশে পৌঁছয়। ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টিই উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।  ভারত যদি এরপরও নিজের অবস্থান থেকে সরে না আসে, তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছেন।

আরও পড়ুনঃ শিল্পায়নের স্বপ্ন, জমি অধিগ্রহণ, বিতর্ক, স্বপ্নভঙ্গ এবং এক কমরেড

তবে চুপ করে নেই ভারতও। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত কখনও কৃষক, পশুপালক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোকাতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত। কৃষকদের, মৎসজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে।”

 

এই মুহূর্তে

আরও পড়ুন