Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeদক্ষিণবঙ্গBula Chowdhury: সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে খোয়া গেল পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কারের...

Bula Chowdhury: সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে খোয়া গেল পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কারের মেডালও

লক্ষীর ঘট পর্যন্ত ছাড়া হয়নি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশ্বখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি। খোয়া গেল মূল্যবান সোনার গয়না থেকে শুরু করে দুর্মূল্য পদক। আলমারি ভেঙে, বিছানা ঘেঁটে চুরি করেছে দুষ্কৃতীরা। হুগলির হিন্দমোটর সংলগ্ন এলাকায় পদ্মশ্রী বুলা চৌধুরীর ওই বাড়িটি অনেকেরই চেনা। বাড়িটির নাম ‘সুন্দর বাড়ি’। বর্তমানে কলকাতায় থাকলেও মাঝে-মধ্যেই উত্তরপাড়ার ওই বাড়িতে যেতেন বুলা। থাকতেন তাঁর দাদা-বৌদিও। সেই বাড়ির সব ঘরে ঢুকে চোর লুঠপাট চালিয়েছে বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকের দেহ হাইজ্যাকের ‘চেষ্টা’, মানববন্ধন করছেন আন্দোলনকারীরা

কয়েকদিন পরই ওই বাড়িতে যাওয়ার কথা ছিল বুলা চৌধুরীর। তাই শুক্রবার তাঁর ছোট ভাই সেখানে যান ও পরিষ্কার করার ব্যবস্থা করেন। কিন্তু দরজা খুলেই তিনি চমকে যান। তিনি জানিয়েছেন, প্রাক্তন বিধায়কের প্রায় সমস্ত মেডেল চুরি গিয়েছে। পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারের মতো পদক, সোনা-রুপো-ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গিয়েছে চোর! এছাড়া ঘরের বিভিন্ন দামি জিনিসও চুরি গিয়েছে।

বুলা চৌধুরীর দাদা-বৌদি জানান, বাথরুম থেকে বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। লক্ষীর ঘট পর্যন্ত ছাড়া হয়নি।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের সকালে প্রভাতফেরীর মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড! হাসপাতালে ভর্তি ৩০ ছাত্র-শিক্ষক

জানা গিয়েছে, আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে। পুলিশে অভিযোগ করা হয়েছিল। পুলিশ পিকেটের ব্যবস্থাও করা হয়েছিল। কিছুদিন পুলিশ পাহারা দেওয়ার পর চলে যায়। তারপর থেকে ফাঁকাই থাকে বাড়ি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পিছনের দরজা ভেঙে ঢোকে চোর। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা প্রমুখ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন