Tuesday, 4 November, 2025
4 November
Homeদক্ষিণবঙ্গKolkata Metro: রক্তারক্তি কাণ্ড! বচসা তারপরই সংঘর্ষ; দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এ কি...

Kolkata Metro: রক্তারক্তি কাণ্ড! বচসা তারপরই সংঘর্ষ; দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এ কি হল!

ছুরি নিয়ে বন্ধুর ওপর হামলা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভরদুপুরে মেট্রো স্টেশন ভাসল রক্তে। দুই দলের পড়ুয়াদের মধ্য়ে সংঘর্ষে উত্তপ্ত হল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। ছুটে গেল নিরাপত্তারক্ষীরা। থামাতে হিমশিম খেতে হল তাদের। প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

আরও পড়ুনঃ উত্তরপাড়ায় ভয়ঙ্কর ঘটনা! মালিকের মাথা থেঁতলে খুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চত্বরেই হঠাৎ করে বচসায় জড়িয়ে বেশ কয়েকজন ছাত্র। নিমিষে শুরু হাতাহাতি। দুই দলে বিভক্ত হয় দ্বৈরথ নামায় তারা। পারদ চড়ে নিমিষে। হাতাহাতি পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এরই মাঝে হঠাৎ করেই এক ছাত্র অপর ছাত্রের উপর ছুরি দিয়ে হামলা চালায়। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। গলগল করে বেরিয়ে আসে রক্ত। ছুটে আসেন মেট্রো স্টেশনে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরাও। আপাতত ওই আহত যুবককে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। ঘটনাস্থলে পৌঁছছে দক্ষিণেশ্বর থানার পুলিশও।

আরও পড়ুনঃ দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাটে টেনিস বলের ভেতর থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট

কিন্তু মেট্রো স্টেশন সে তো সর্বদা রেলপুলিশ আর নিরাপত্তারক্ষীতে মোড়া। সেখানে কীভাবেই বা কেউ ছুরি হাতে ঢুকতে পারে? এই প্রশ্নই এখন বিচলিত করেছে মেট্রো যাত্রীদের। তাদের নিরাপত্তা এসে দাঁড়িয়েছে প্রশ্নচিহ্নের মুখে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘টিকিট কাউন্টারের সামনেই হঠাৎ করে সংঘর্ষে বাঁধে তাদের মধ্য়ে। ছুরি হাতে ছিল। খুনের পরিকল্পনা করেই হয় তো এসেছিল।’ অবশ্য, মেট্রো কর্তৃপক্ষের তরফে এই নিয়ে এখনও মুখ খোলেনি। আর ওই স্কুল পড়ুয়ারাও ঠিক কারণে বচসায় বাঁধাল তা জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, এখনও অধরা অভিযুক্ত পড়ুয়ারা।

এই মুহূর্তে

আরও পড়ুন