Tuesday, 14 October, 2025
14 October
HomeখেলাAsia Cup 2025: ঝড় উঠবে মঙ্গলবারে! ট্রফি আর কোথাও নয়, নকভি বেআইনি...

Asia Cup 2025: ঝড় উঠবে মঙ্গলবারে! ট্রফি আর কোথাও নয়, নকভি বেআইনি ভাবে নিজের জিম্মাতেই রেখেছেন, মনে করছে বোর্ড

ট্রফি এখন কোথায় আছে, সেই প্রশ্ন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এশিয়া কাপ শেষ হওয়ার পর সময় যত গড়াচ্ছে বিতর্ক তত বাড়ছে। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ট্রফি বিতর্ক নিয়ে ঝড় তুলবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রবিবার ফাইনালের পর ভারতীয় ক্রিকেট দলের ট্রফি নিতে অস্বীকার করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু সেটাকে ছাপিয়ে গিয়েছে ট্রফি এখন কোথায় আছে, সেই প্রশ্ন।

আরও পড়ুনঃ এবার ট্রাম্পের শুল্ক-নজর সিনেমায়; এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক

‘সিএনএন নিউজ ১৮’ সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় বোর্ডের দৃঢ় বিশ্বাস, ট্রফি রয়েছে মহসিন নকভির ব‍্যক্তিগত জিম্মায়। নকভি পাকিস্তানের মন্ত্রী। একই সঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম‍্যান। এই নকভির হাত থেকে ট্রফি নিতে হবে বলেই সূর্যকুমার যাদবের ভারতীয় দল বেঁকে বসে।

সূর্য যদি ট্রফি না-ই পান, তা হলে সেটি গেল কোথায়? ভারতীয় বোর্ড মনে করছে, ট্রফি নকভি নিজের কাছেই রেখেছেন। এবং সেটা বেআইনি ভাবে। বোর্ড এই নিয়ে মঙ্গলবার দুবাইয়ের বৈঠকে প্রতিবাদ জানাবে।

মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় এই বৈঠক হওয়ার কখা। সূত্র মারফত জানা গিয়েছে, বিসিসিআই সরকারি ভাবে ট্রফি চেয়ে আবেদন করবে। তাতে নকভি যদি রাজি হন তো ভাল, না হলে বোর্ড পরবর্তী পদক্ষেপের কথাও ভেবে রেখেছে। মনে করা হচ্ছে, সেখানেই বোর্ডের প্রতিনিধি বলবেন, ট্রফি নকভির কাছেই রয়েছে, যা বেআইনি ভাবে তিনি নিজের কাছে রেখেছেন।

আরও পড়ুনঃ ‘শূন্য’ হলেও মানুষের মনে ‘শূন্য’ নয়, বুঝিয়ে দিল সিপিএম

প্রথমে জানা গিয়েছিল, ট্রফি রয়েছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে, যা দুবাইয়ে যে স্টেডিয়ামে ফাইনালে হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই বাড়িটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতরের কাছেই। কিন্তু বোর্ডের দাবি, এসিসি দফতর বা অন‍্য কোথায় নয়, ট্রফি নকভির কাছে আছে। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন।

মঙ্গলবারের বৈঠকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ‍্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলারের বোর্ডের প্রতিনিধিত্ব করার কথা। দুজনেই এসিসির বোর্ডে আছেন।

এখানেই থামছে না বোর্ড। নভেম্বরে আইসিসির বৈঠকেও বিষয়টি তুলবে বিসিসিআই।

এই মুহূর্তে

আরও পড়ুন