Monday, 3 November, 2025
3 November
Homeউত্তরবঙ্গDhupguri: ঘর ভাঙল তৃণমূলের; ধূপগুড়িতে বিজেপিতে যোগদান ৫০ জনের

Dhupguri: ঘর ভাঙল তৃণমূলের; ধূপগুড়িতে বিজেপিতে যোগদান ৫০ জনের

ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েত এলাকায়। সেখানেই পনেরোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

সামনের বছর বিধানসভা ভোট। সেই নিয়ে দুই যুযুধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি একে অপরের সঙ্গে লড়াই করছে। এই আবহের মধ্যেই এবার উত্তরবঙ্গে দলবদল। ঘর ভাঙল তৃণমূলের। যোগদান করলেন বিজেপিতে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েত এলাকায়। সেখানেই পনেরোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি জেলা সম্পাদক চন্দন দত্ত, বিজেপি নেতা মাধব রায়, পলাশ বসাক প্রমুখ।

আরও পড়ুনঃ বিলাসবহুল আবাসনে কুকুরের উপর অত্যাচার! পশুপ্রেমী দেবশ্রীকে চরম অপমান

বিজেপির ধূপগুড়ি মণ্ডলের সভাপতি পলাশ বসাক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলবদলের সঙ্গে সঙ্গে এসব পরিবারকে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ ধরনের যোগদান আমাদের স্থানীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

অপরদিকে, তৃণমূল ছেড়ে আসা এক ব্যক্তি বলেন, “যোগদানকারী এক ব্যক্তি বলেন, “তৃণমূলের এখানকার কাজকর্ম ভাল লাগে না। আমার বাবা তৃণমূল করেছেন। কিন্তু দেখছি ওদের কোনও কিছুই ভাল না।”

আরও পড়ুনঃ রাতেই ‘ফ্রিজ়’ ভোটার তালিকা, বাংলা-সহ ১২ রাজ্যে SIR চালু

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যতই কাছে আসছে, পালা বদলের রাজনীতির পারদ ততই বাড়ছে। এই ধরণের দলবদল নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে বরাবরই শক্ত ঘাঁটি বিজেপির। তবে লোকসভা নির্বাচনে মোটের উপর ভাল রেজাল্ট করেছে তৃণমূল। তবে দক্ষিণবঙ্গে যেভাবে শাসকদলের আধিপত্য রয়েছে সেই ভাবে উত্তরবঙ্গে এখনও দাগ কাটতে পারেনি। এই আবহের মধ্যেই এভাবে দলপরিবর্তন নিতান্তই বিজেপির শক্তি আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এই মুহূর্তে

আরও পড়ুন