ফের নিয়ন্ত্রণরেখা বরাবর ছড়াল উত্তেজনা। ‘অপারেশন সিঁদুর’ পর্বের পর আবারও সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে লিপা ভ্যালিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাল পাক সেনা। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ১২ বার স্বাধীনতা ঘোষণা; ভারতের ঘরের পাশে আরও একটা নতুন দেশের জন্ম
সূত্রের খবর, ২৬-২৭ অক্টোবর মধ্যরাতে পাকিস্তান সেনা ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করে। তবে সঙ্গে সঙ্গেই ভারতীয় সেনাবাহিনী গুলি চালানোর উপযুক্ত জবাব দিয়েছে। বিনা উস্কানিতেই নিয়ন্ত্রণরেখায় সংঘর্যবিরতি ঘটিয়েছে পাকিস্তান বলে দাবি। গত ১০ মে তিন দিনের যুদ্ধবিরতির পর পাকিস্তান যখন ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন করে, তাতে সম্মত হয় ভারতীয় সেনা। তার পর থেকে শান্তির আবহ ছিল নিয়ন্ত্রণরেখায়।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের লিপা ভ্যালি হলো ৯ কিলোমিটার উঁচু একটি উপত্যকা। কাজিনাগ ঝর্ণার কাছেই অবস্থিত এটি। উপত্যকার ভৌগোলিক অবস্থানের কারণে এই এলাকায় দিয়ে বার বার অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকমদতপুষ্ট জঙ্গিরা।
আরও পড়ুনঃ অল্পের জন্য রক্ষা! ১৩ বছরের কিশোরকে উদ্ধার করল সিভিল ডিফেন্সের কর্মীরা
প্রসঙ্গত, এর আগে গত অগাস্টে পুঞ্চে একইভাবে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। পুঞ্চের বাসিন্দারা জানিয়েছিলেন, তাঁরা আকাশে আলোর ঝলকানি দেখতে পান। কিছু শব্দও শোনেন। তবে খানিক বাদেই সেনার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ‘নিয়ন্ত্রণরেখা বরাবর কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।’
তার আগে মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাক সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেন। গভীর রাতে জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) পোস্টগুলিতে পাকিস্তান রেঞ্জার্স বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। তবে পালটা জবাব দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও।





