Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSukanta Majumdar: দুই জায়গার ভোটার কার্ডে নাম রয়েছে সুকান্তর স্ত্রীর! বিতর্ক বাড়তেই...

Sukanta Majumdar: দুই জায়গার ভোটার কার্ডে নাম রয়েছে সুকান্তর স্ত্রীর! বিতর্ক বাড়তেই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

এই ইস্যুতে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর দুই জায়গায় ভোটার কার্ডে নাম থাকার অভিযোগ। একটি রয়েছে বাপের বাড়ি জলপাইগুড়িতে। আর একটি রয়েছে শ্বশুরবাড়ি বালুরঘাটে। বাপের বাড়িতে কোয়েল চৌধুরী নাম থাকলেও বালুরঘাটে রয়েছে কোয়েল মজুমদার নামে ভোটার কার্ড। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুন: খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে; ইউনূসের বিদায়ের সময় ডিসেম্বরের মধ্যেই

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি থেকে বালুরঘাটে ভোটার কার্ড স্থানান্তরিত করেন কোয়েল চৌধুরী। অভিযোগ, নির্দিষ্ট নিয়ম মেনে ভোটার কার্ড স্থানান্তরিত করার পরও বাপের বাড়ি জলপাইগুড়ির ভোটার কার্ড থেকে কোয়েল চৌধুরীর নাম কাটা পড়েনি। প্রায় সপ্তাহখানেক আগেই বিষয়টি নজরে আসতেই নির্বাচন কমিশনে কোয়েল নিজে জলপাইগুড়িতে থাকা ভোটার কার্ডের নাম বাতিলের জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন: ৩-৪ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, উপত্যকায় সকাল থেকেই ঘনঘন গুলির শব্দ

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আমার স্ত্রী এক সময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন। তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছেন। এখানে এসে ভোটার হয়েছেন। এটা একটা নন ইস্যু। ইস্যু করার চেষ্টা। তাই আমি আগেই বিডিও-কে জানিয়েছি যাতে জলপাইগুড়ির নামটা কাটানো হয়। আর ভোটার কার্ড তৈরির কাজ কে কে করেন? জেলা প্রশাসন করেন। কারও নাম দু’জায়গায় থাকলে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ডিএম-রা কাজ করেন। আমার নির্দেশে তো করেন না।”

এই মুহূর্তে

আরও পড়ুন