spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeদেশBihar Exit Polls: ১৪ নভেম্বর বিহার ভোটের ফল; সমীক্ষায় এগিয়ে NDA, NDA-র...

Bihar Exit Polls: ১৪ নভেম্বর বিহার ভোটের ফল; সমীক্ষায় এগিয়ে NDA, NDA-র ঘারে নিঃশ্বাস ফেলবে মহাগঠবন্ধন!

ঐতিহাসিক ভাবে এবার বিহারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে প্রথম দফায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ, ১১ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার মাধ্যমে বিহারে শেষ হল ভোটগ্রহণ। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল।

বিহারে এবার ভোট হল দুই দফায়। প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়েছিল, ১২২টি আসনে ভোট হল মঙ্গলবার। কে জিতবে বিহারের বিধানসভা ভোটে, আভাস পাওয়া যাবে বুথ ফেরত সমীক্ষায়।

আরও পড়ুনঃ যানবাহন নির্গমন শহর এলাকায় বায়ু দূষণের একটি প্রধান কারণ

এবারের নির্বাচনে এনডিএ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১০১টি আসনে বিজেপি, ১০১টি আসনে জেডিইউ, ২৮টি আসনে চিরাগ পাসোয়ানের এসজেপি (রাম বিলাস), ৬টি করে আসনে লড়েছে এইচএএম এবং আরএলপি। একটি আসনে লড়বেন নির্দল প্রার্থী। অন্য দিকে মহাগঠবন্ধনের হয়ে ১৪৩টি আসনে লড়বে আরজেডি, ৬১টি আসনে কংগ্রেস, ২০টি আসনে সিপিআইএমএল, ৩১টি আসনে লড়বে অন্যান্য দল।

ঐতিহাসিক ভাবে এবার বিহারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে প্রথম দফায়। এই ভোটে জেতা নিয়ে আত্মবিশ্বাসী দুই শিবিরই। শুক্রবার ভোটের ফলের আগে বিহার ভোটে কে জিতবে তার আভাষ পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়।

পিপল ইনসাইটের জনমত সমীক্ষাতেও এগিয়ে বিজেপি-জেডিইউ জোট

পিপল ইনসাইটের জনমত সমীক্ষাতে ইন্ডিয়া পেতে পারে ১৩৩ থেকে ১৪৮টি আসন। মহাগঠবন্ধন পাবে ৮৭ থেকে ১০২টি আসন

দৈনিক ভাস্করের সমীক্ষায় এগিয়ে এনডিএ জোট, কত আসন পেতে পারে?

দৈনিক ভাস্করের বুথফেরত সমীক্ষায় এগিয়ে এনডিএ জোট। এনডিএ পেতে পারে ১৪৫-১৬০, ইন্ডিয়া জোট ৭৩-৯১টি আসন।

আরও পড়ুনঃ কেঁদে ফেললেন পার্থ, কিছু বললেনও না; ছলছল চোখে বেরোলেন জামিনে মুক্ত পার্থ

প্রথম দফায় কত আসন পেতে পারে ইন্ডিয়া জোট?

কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন পেতে পারে ৪৫ থেকে ৫৫টি আসন। এর মধ্যে কংগ্রেস পেতে পারে ৫-১০টি আসন, তেজস্বীর দল ২৫-৩৫টি আসন।

প্রথম দফায় এনডিএ কটি আসন পেতে পারে এনডিএ?

প্রথম দফায় ভোট বিহারে ভোট হয়েছিল ১২১টি আসনে। এর মধ্যে এনডিএ পেতে পারে ৬০-৭০টি আসন। এর মধ্যে বিজেপি ২০ থেকে ৩০, জেডিইউ ৩৫-৪৫ এবং এলজেপি ০-৫টি আসন।

কারা আয়োজন করছে সমীক্ষা?

বুথফেরত সমীক্ষার আয়োজন করেছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া, টুডেইজ চাণক্য, সি-ভোটার-সহ একাধিক সংস্থা। কোন দল কতগুলি আসন পেতে পারে তার আভাস পেতে পারেন বুথফেরত সমীক্ষায়।

এই মুহূর্তে

আরও পড়ুন