Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গSaraswati Puja 2025: যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা দেওয়ার...

Saraswati Puja 2025: যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা দেওয়ার অভিযোগ; পথ অবরোধ বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দশগুপ্ত, শিলিগুড়ি:

যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা দেওয়ার অভিযোগ এই অভিযোগে শিলিগুড়িতে পথ অবরোধ বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের।

আরও পড়ুন: Balurghat: বালুরঘাটে রসিদ না দিয়েই জরিমানা আদায়

আজ শিলিগুড়ির সুভাষ পল্লীতে রাস্তায় বসে অবরোধ করলেন, বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের  সদস্যরা। তারা আজ জানালেন, সরস্বতী পুজো বাংলায় করতে দেওয়া হবে না, এটা প্রত্যেক বাঙালির কাছেই  অপমানজনক, এটা কিভাবে সম্ভব? বঙ্গ হিন্দু মহামঞ্চ  কিছু পেয়ে তা মেনে নিতে পারছে না, মেনে নিতে দেবে না।

আরও পড়ুন: Bangladesh: শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, শিলিগুড়ি শহর জুড়ে  এবং গোটা বাংলা জুড়ে।  আগামী দিনে এই প্রতিবাদ আরো জোর আরো জোরালো থেকে জোরালো তম হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন