Saturday, 2 August, 2025
2 August, 25
HomeখেলাPurulia: পুরুলিয়া জেলা পরিষদ ক্রিকেট ২০২৫ এর শুভ উদ্বোধন

Purulia: পুরুলিয়া জেলা পরিষদ ক্রিকেট ২০২৫ এর শুভ উদ্বোধন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সঞ্জয় সিং মাহাতো, পুরুলিয়া:

জেলা পরিষদ ক্রিকেট ২০২৫ এর শুভ উদ্বোধন হলো বুধবার ফরেস্ট মোড়, গোবিন্দ মাহাতো স্টেডিয়ামে। শান্তির প্রতীক যেহেতু পায়রা, তায় পুরুলিয়া জেলার জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতোর  প্রাক্তন বিধায়ক শক্তিপদ মাহাতো এবং রাজাবাবু আনসারি শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে  আজকের শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন: House No 32: গায়ে ফোস্কা মৌলবাদীদের

উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার অর্জুন মাহাতো ও বিশিষ্ট জনেরা । এদিন আঠটি দলের খেলা হয়। দেশের জাতীয় পতাকা উত্তোলন করে খেলার শুভ সূচনা করেন অর্জুন মাহাতো। তিনি বলেন জেলার তথা সারা বিশ্বে আউটডোর খেলার প্রতি ছেলে মেয়েদের আগ্রহ কমে গেছে।

আরও পড়ুন: Bengal Global Business Summit 2025: “বাংলা নবজাগরণের মাটি, মমতা মানেই বিজনেস”; বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা আম্বানির

ছেলে মেয়েরা এখন মোবাইলের গেম খেলা তে ধুবে আছে। এবং দীর্ঘক্ষণ মোবাইল চালানোর জন্য ছোট বাচ্চাদের অনেক শারীরিক ও মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ছে । তাই আগামীদিনে সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং সব ছেলেমেয়েরা যাতে মোবাইলের গেম ছেড়ে মাঠের গেমের প্রতি আগ্রহ বাড়ে তাই তিনি এ উদ্যোগ নেন। জেলা পরিষদ কাপ ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৫ এ।

এই মুহূর্তে

আরও পড়ুন