Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশGovt. Hospital: সকালে যুবকের ‘গলা’ গায়েব! সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা

Govt. Hospital: সকালে যুবকের ‘গলা’ গায়েব! সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা

হাসপাতালে মৃতদেহ রাখার জন্য আলাদা কোনও ফ্রিজার বা মর্গ নেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা। ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহকে ছিঁড়ে খেল কুকুর। আত্মীয়-স্বজন ও হাসপাতালের নিরাপত্তারক্ষীর চোখে যতক্ষণে বিষয়টি এল, ততক্ষণে গলা ছিঁড়ে ধড় থেকে আলাদা করে দিয়েছে পথকুকুররা।

চূড়ান্ত এই অব্যবস্থা ও গাফিলতির ঘটনা ঘটেছে মধ্য প্রদেশে। ভোপাল থেকে ৭২ কিলোমিটার দূরে নর্মদাপুরম জেলা হাসপাতালেই একদল কুকুর ছিঁড়ে খায় এক যুবকের দেহ।

আরও পড়ুন: ফিটনেস ছাড়াই ছুটছে বাস, ক্রমে শহরে বাড়ছে দুর্ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার পথ দুর্ঘটনায় নিখিল চৌরাসিয়া নামক ওই যুবকের মৃত্যু হয়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরদিন সকালে যখন ময়নাতদন্তের জন্য দেহটি আনতে যান কর্মীরা, তখন দেখেন দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে। যুবকের দেহ ছিঁড়ে খেয়েছে কুকুর।

বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের কর্মীদেরই দোষ দেন গাফিলতির জন্য। এদিকে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায় যুবকের ছিন্নভিন্ন হওয়া দেহের ভিডিয়ো।

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমায় কূর্ম জয়ন্তী স্বাতী নক্ষত্র, ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির

হাসপাতালের তরফে সাফাই দিয়ে সিভিল সার্জেন ডঃ সুধীর বিজয়ভার্গ বলেন যে হাসপাতালে মৃতদেহ রাখার জন্য আলাদা কোনও ফ্রিজার বা মর্গ নেই। আলাদা একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে। তবে আপাতত খোলা জায়গাতেই দেহ রাখার ব্যবস্থা করা হচ্ছিল। পরিবারের সদস্যদের সেই কারণে দেহের আশেপাশে থাকতে বলা হয়। নিরাপত্তারক্ষীও মোতায়েন করা রয়েছে। তবে এই ঘটনার পর সিকিউরিটি গার্ডকে শোকজ করা হয়েছে।

মৃতের পরিবারের তরফে এখনও পুলিশে অভিযোগ দায়ের না করা হলেও, ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন