spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeদক্ষিণবঙ্গArambagh: আরামবাগে SIR শুনানিতে হেনস্থার অভিযোগ! বিক্ষোভ তৃণমূলের

Arambagh: আরামবাগে SIR শুনানিতে হেনস্থার অভিযোগ! বিক্ষোভ তৃণমূলের

হেনস্থার অভিযোগ এনে আরামবাগ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবার SIR নিয়ে হেনস্থার অভিযোগ এনে আরামবাগ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের।

আরও পড়ুনঃ বাংলার মণীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য ও বাংলার মানুষের সেবায় নিবেদিত; সেবাশ্রয় ২ শিবির পরিদর্শনে অভিষেক

এদিন আরামবাগ বিডিও অফিসে এসআইআর-এর নোটিসের শুনানি চলাকালীনই তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা আরামবাগ বিডিও র গেটের সামনে স্লোগান দেন তৃণমূল নেতা কর্মী সমর্থকরা।

এসআইআরের শুনানির বিষয়ে একাধিক দাবি তোলেন তৃণমূল নেতারা। তাঁদের সঙ্গে সরব হন বিএলএ-দেরও একাংশ। মঙ্গলবার দুপুরে বিভিন্ন দাবি নিয়ে বিডিও অফিসে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা।এর পরেই তাঁরা বিডিও অফিসেই বিক্ষোভে ফেটে পড়েন।

আরও পড়ুনঃ দিনহাটার ২নং ব্লকের সাহেবগঞ্জ এলাকায় BLA-কে ঢুকতে বাধা; AERO-র সঙ্গে বচসায় জড়ালেন উদয়ন গুহ

নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের প্রতিবাদে ও বিজেপির অঙ্গুলিহেলনে ষড়যন্ত্র করার নিন্দা জানিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। নেতৃত্ব দেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা আরামবাগ ও গোঘাটের তৃণমূল কো অর্ডিনেটর স্বপন নন্দী।

তাঁর দাবি, কেন বিএলএ-দের শুনানির সময়ে হাজির থাকা যাবে না? বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে। প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের সঙ্গে ভার্চুয়ারি বৈঠকে, তাঁদের হিয়ারিংয়ে থাকার নির্দেশ দিয়েছেন। বিএলএ-দের কাজের প্রশংসা করে তিনি বলেন, “এখন যুদ্ধের সময়, এক ইঞ্চি ছবিও ছাড়বেন না। হিংয়ারিংয়েও থাকবেন।” কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী, শুনানিতে থাকার কথা নয় বিএলএ-দের। মাইক্রো অবজারভারদের থাকার কথা। কিন্তু শুনানিতেও গড়মিল হতে পারে, সেই আশঙ্কা থেকেই অভিষেকের এই পরামর্শ। আর ঠিক তার পরই কোমর বেঁধে নেমে পড়েন তৃণমূল নেতৃত্ব।

এই মুহূর্তে

আরও পড়ুন