Saturday, 2 August, 2025
2 August, 25
Homeসমস্তকুয়াশার জন্য দেরি, বিভ্রান্ত বাগডোগরা এয়ারপোর্টে যাত্রীরা

কুয়াশার জন্য দেরি, বিভ্রান্ত বাগডোগরা এয়ারপোর্টে যাত্রীরা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুয়াশার জন্য দেরি, বিভ্রান্ত বাগডোগরা এয়ারপোর্টে যাত্রীরা

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

শীতের দিনে এই সমস্যায় যে জের বার বাগডোগরা এয়ারপোর্টে আসা যাত্রীরা। বিশেষ করে ভোরের উড়ানে সমস্যা বেড়েই চলেছে বাগডোগরা এয়ারপোর্টে যাত্রীদের। প্রায় দেরি করে ছাড়ছে উড়ান, বিভ্রান্ত হয়ে পড়ছেন যাত্রীরা। কিছুটা বিরক্ত তারা। তারা জানিয়েছেন, তাদের অনেকের দমদম থেকে বাইরে বিমান ধরবার তারা থাকে। তারা কেউই কোন বিকল্প ব্যবস্থা নিয়ে এয়ারপোর্টে আসেন না, কিন্তু যখনই তারা আসছেন সমস্যায় পড়ে যাচ্ছেন। কুয়াশার জন্য এক থেকে দেড় ঘন্টা দেরি হচ্ছে বিমান যাত্রা। হলে দমদম থেকে অন্য কোন বিমান ধরার কোন ব্যাপার থাকলে, সেখানেও দেরি হচ্ছে। যাত্রীরা জানিয়েছেন এইভাবে বিমান ধরার থেকে অন্য উপায়ে যাওয়া ভালো। সমস্যা তৈরি হয় না অন্তত। এখানে এসেও যদি একই সমস্যায় ভুগতে হয় তবে আমাদের বিকল্প ব্যবস্থা ধরতে, বাঁশবাগ ট্রেন ছাড়া গতি নেই। তবে বাগডোগরা এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্যা তো আছেই যাত্রীদেরও সেটা মানিয়ে নিতে হবে। তবেই সম্ভব সমাধানের। আমাদের একটু সাহায্য করলে আমরাও দেখব, গোটা বিষয়টা জানালেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

এই মুহূর্তে

আরও পড়ুন