Saturday, 2 August, 2025
2 August, 25
HomeখেলাSiliguri : শিলিগুড়ির একজন দক্ষ ক্রীড়া সংগঠক হতে চান সায়ন্তন চক্রবর্তী

Siliguri : শিলিগুড়ির একজন দক্ষ ক্রীড়া সংগঠক হতে চান সায়ন্তন চক্রবর্তী

দক্ষ ক্রীড়া সংগঠক হতে চান সায়ন্তন চক্রবর্তী

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়ির একজন দক্ষ ক্রীড়া সংগঠক হতে চান সায়ন্তন চক্রবর্তী। নিজের প্রতিষ্ঠিত জীবনে ব্যবসায়ী হিসেবে। এছাড়াও তিনি জড়িত “লায়ন্স ক্লাবের” সাথে। সমাজসেবার পাশাপাশি তিনি ভালবাসেন খেলাধুলাও। বহু জায়গায়  বিপদে পড়লে তিনি  পৌঁছে যান। অসহায় মানুষের পাশে থাকতে এবং দাঁড়াতে ভালোবাসি আমি। জানালেন সায়ন্তন চক্রবর্তী।

আরও পড়ুন: Darjeeling: অল্প বয়সীদের কাছে হিংসার কারণ হয়ে উঠেছেন মিনতি সেন

তিনি আরো জানালেন  আমি খেলাধুলা ভালবাসি  অনেকদিন ধরে। খালার সাথে জড়িত থাকতে চাই, সে ফুটবল হোক  অথবা ক্রিকেট। আমি মাঠে থাকবোই জানালো সায়ন্তন। আমার খেলা ভালো লাগে কারন খেলা এমন একটা জিনিস যার মাধ্যম দিয়ে মানুষের সাথে মানুষের আবদ্ধ থাকার একটা সংখ্যা মেলে। ভারতবর্ষ তথা শিলিগুড়িতে অনেক অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা খেলা  ভালোবাসেন খেলতে ভালোবাসেন অথচ পরে কাঠ আমার অভাবে হারিয়ে যাচ্ছে, আমি তাদের পাশেই দাঁড়াতে চাই।

আরও পড়ুন: Kolkata: স্টার থিয়েটারের নাম বদল, হল বিনোদিনী থিয়েটার

জানালেন সায়ন্তন চক্রবর্তী। শিলিগুড়িতে এখন প্রচুর খেলা হয়, খালার সাথে জড়িত থাকেন অনেকে, আমিও ভালবাসি থাকতে। ভবিষ্যতে আমি একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসাবে যদি পরিচিত হতে পারি তবে বুঝবো আমি কিছুটা সফল হয়েছি । সত্যিই তো একধারে সমাজসেবী, অন্যদিকে সংগঠক হিসাবে সায়ন্তন চক্রবর্তী যেন সবার থেকে অনেকটাই আলাদা।

এই মুহূর্তে

আরও পড়ুন