Tuesday, 14 October, 2025
14 October
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাKaushiki Amavasya 2025: ভাগ্যের চাকা ঘুরবেই! কৌশিকী অমাবস্যার ভর সন্ধ্যায় করুন শুধু 'এটি'

Kaushiki Amavasya 2025: ভাগ্যের চাকা ঘুরবেই! কৌশিকী অমাবস্যার ভর সন্ধ্যায় করুন শুধু ‘এটি’

সকল মানুষের কাছে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুক্রবার কৌশিকী অমাবস্যা। সকল মানুষের কাছে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা এই দিন তারাপীঠে মা তারার পুজো দিতে আসেন।

এই দিনটি তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত মানুষদের কাছেও গুরুত্বপূর্ণ। তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যা বিশেষ ভাবে ফলদায়ী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে করা বিশেষ কিছু টোটকা মানুষের জীবন বদলে দিতে পারে। মেনে চলুন বেশ কিছু টোটকা ।

আরও পড়ুনঃ বাড়িতে শুভ শক্তি বজায় রাখতে হলে মেনে চলা প্রয়োজন কিছু নিয়ম, কী নিয়ম?

কৌশিকী অমাবস্যার দিন একটা জবা ফুল নিয়ে তাতে লাল সিঁদুর লাগান। সিঁদুর লাগানোর সময় মনের ইচ্ছা বলুন। তার পর সারা রাত জবা ফুলটা তারা মায়ের পায়ের কাছে রেখে দিন।

পরের দিন সকালে জবা ফুলটা একটা লাল কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে যত্ন করে রেখে দিন। পরের কৌশিকী অমাবস্যা আসা পর্যন্ত যে কোনও জরুরি কাজে যাওয়ার সময় কাপড়ে বাঁধা জবা ফুলটি সঙ্গে করে নিয়ে যান। কার্যসিদ্ধি হবে নিশ্চিত।

বাড়ির কাছাকাছি কোনও কুয়ো থাকলে খুবই ভাল, না থাকলে বাড়ির উঠোনে বা বাগানে একটা ছোট গর্ত করে সেটির ভিতর কাঁচা দুধ দিন। এর ফলে সকল মনোবাঞ্ছা পূরণ হবে।

শুক্রবার সূর্যাস্তের পর ১৬টা গোলমরিচ নিন। একটা তামার পাত্রে ১১টা গোলমরিচ রাখুন এবং বাকি ৫টা গোলমরিচ একটা প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটা জ্বেলে নিন। এটি করার সময় মনের ইচ্ছা বলতে হবে।

আরও পড়ুনঃ কেন্দ্রের প্রস্তাবে সায় মন্ত্রিগোষ্ঠীর, শুধু ৫ আর ১৮ শতাংশ হারে জিএসটি! বিমার উপরে সম্পূর্ণ কর ছাড়ে সবুজ সংকেত

এই দিন পাঁচটা ফল এবং ১০৮টা জবা ফুলের মালা দিয়ে তারা মায়ের পুজো দিন। কৌশিকী অমাবস্যার দিন কয়েক জন গরীব মানুষকে কালো তিল, আটা, বস্ত্র এবং টাকা দান করতে পারলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটবে।

এই দিন যে কোনও পুরোহিতকে একটা লাল বস্ত্র দান করুন এবং তাঁকে ভোজন করান। কৌশিকী অমাবস্যার দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলা সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালুন।

এই মুহূর্তে

আরও পড়ুন